ঢাকা, ৭ এপ্রিল ২০২৫, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

ভারত

তরুণীর শ্লীলতাহানি প্রসঙ্গে মুখ খুললেন মন্ত্রী: 'বড় বড় শহরে এমন হতেই পারে'

মানবজমিন ডিজিটাল

(৪ ঘন্টা আগে) ৭ এপ্রিল ২০২৫, সোমবার, ৫:১৩ অপরাহ্ন

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের বিটিএম লেআউট এলাকায় গত ৩ এপ্রিল গভীর রাতে এক তরুণীকে হেনস্থার ঘটনা ঘটে, যা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। ভিডিওতে দেখা যায়, দুই তরুণী একটি সরু গলি দিয়ে হাঁটার সময়, পেছন থেকে এক যুবক এসে তাদের মধ্যে একজনকে জাপটে ধরে অশালীন আচরণ করে পালিয়ে যায়। এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। ​প্রশ্ন উঠেছে কর্ণাটক সরকারের ভূমিকা নিয়েও। বিরোধীরা তীব্র সমালোচনা শুরু করেছে রাজ্যে কংগ্রেস সরকারের। এই আবহে শ্লীলতাহানির ঘটনায় মুখ খুলে বিপাকে পড়লেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর। সোমবার এ প্রসঙ্গে বলতে গিয়ে পরমেশ্বর বলেন, ‘এরকম ঘটনা তো বেঙ্গালুরুর মতো বড় শহরগুলোতে আকছার ঘটেই থাকে!’ মন্ত্রীর কথায় ‘আমি প্রতিদিন পুলিশ কমিশনারকে সতর্ক থাকতে বলি, এলাকায় নজরদারি জোরদার করতে টহল দিতে বলি। আমি প্রায় রোজই এই কথাগুলো বলি। পুলিশ ২৪/৭ কাজ করছে। কিছু ঘটনা এখানে-সেখানে ঘটে। এত বড় শহরে, এমন ঘটনা ঘটবেই। আইন আনুযায়ী যা যা পদক্ষেপ করা দরকার, তা করা হবে। রাতের শহরে পুলিশকে টহলদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। আমি আজ সকালেও কমিশনারের সঙ্গে কথা বলেছি।'

এদিকে কর্ণাটকের সিদ্দারামাইয়া সরকারের তীব্র সমালোচনা করেছে বিজেপি। বিজেপির মুখপাত্র প্রশান্ত জি বলেন, ‘এটি খুবই অসংবেদনশীল মন্তব্য। তিনি (জি পরমেশ্বর)কি যৌন হেনস্থা এবং নারীদের বিরুদ্ধে অপরাধকে স্বাভাবিক ভাবছেন? তিনি দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন এবং মানুষকে জবাব দিতে চাইছেন না।’

নারীদের সাথে ঘটিত  অপরাধ নিয়ে কর্ণাটকের কোনও প্রবীণ নেতার বিতর্কিত বক্তব্য এই প্রথম নয়। জানুয়ারিতে, বেঙ্গালুরুর কেআর মার্কেটের কাছে একটি গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বিতর্কিত মন্তব্য করেছিলেন। ৩৭ বছর বয়সী এক নারী দুই পুরুষের বিরুদ্ধে যৌন নির্যাতন এবং ডাকাতির অভিযোগ এনেছিলেন। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছিল এবং এফআইআর দায়ের করা হয়েছিল, কিন্তু সিদ্দারামাইয়ার মন্তব্য সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিল। মন্ত্রী প্রশ্ন তুলেছিলেন, ‘বিজেপির আমলে কি কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি? ধর্ষণ হওয়া উচিত নয়, নারীদের  সুরক্ষা দেওয়া উচিত, কিন্তু সমাজে সবসময় খারাপ মানুষ থাকে।’

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর বিরোধী নেতারা ব্যাপক সমালোচনা করেন।  বিজেপি বিধায়ক অশ্বথ নারায়ণ এটিকে ‘লজ্জাজনক যুক্তি’ বলে উল্লেখ  করেছিলেন।

সূত্র : ইন্ডিয়া টুডে

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status