অনলাইন
বিবাহবর্হিভূত সম্পর্ক সন্দেহে স্ত্রীকে খুন, ২ বছর পর ডাম্পিং গ্রাউন্ড থেকে উদ্ধার কঙ্কাল
মানবজমিন ডিজিটাল
(২ দিন আগে) ৭ এপ্রিল ২০২৫, সোমবার, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৪২ অপরাহ্ন

বাড়ির পাশেই পড়েছিল নারীর মৃতদেহ। অথচ দুর্গন্ধও পেলেন না প্রতিবেশীরা। একবছর পর সেই এলাকারই আর্বজনার স্তূপ থেকে উদ্ধার হলো ওই নারীর কঙ্কাল। সেটি উদ্ধার করে নৃশংস হত্যাকাণ্ডের কিনারা করল পুলিশ। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বিজনৌরের। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, দু’বছর আগে ২৮ বছর বয়সী আসিফাকে খুন করে বাড়ির কাছে পুঁতে রাখার অভিযোগ উঠেছে স্বামী, দেবর ও তাদের চাচির বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত ২০২৩ সালের শেষের দিকে থেকে। হঠাৎই আসিফার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় তার বাব-মার। জামাইকে বারবার মেয়ের সঙ্গে কথা বলিয়ে দেয়ার কথা বললেও তিনি বিভিন্ন কারণ দেখিয়ে এড়িয়ে যেতেন বলে অভিযোগ। আসিফার মা আসমা জানাচ্ছেন ,প্রতিবারই জামাইকে ফোন করে মেয়ের কথা জানতে চাইলে সে বিভিন্ন অজুহাত দেখিয়ে বলত, আসিফা অসুস্থ, ব্যস্ত অথবা বাইরে আছে। এদিকে মেয়ে বাড়িতেও আসে না। আসিফা সংসারে ব্যস্ত ভেবে প্রথম দিকে বিষয়টি আমল দেননি পরিবারের সদস্যরা। কিন্তু বছরের পর বছর কেটে যাওয়ায় ২০২৫ এর ২৫ মার্চ পুলিশে নিখোঁজ ডায়েরি করে পরিবার। তারপরই শনিবার পুলিশ হাজির হয় আসিফার শ্বশুরবাড়িতে। সেখানে তাঁকে দেখতে না পেয়ে স্বামীকে জেরা করেন তদন্তকারীরা। তারপরই উদ্ধার হয় কঙ্কাল। পুলিশের দাবি, আসিফার স্বামী কামিল জেরায় স্বীকার করেছেন তিনি স্ত্রীকে খুন করে, দেহ পাশের জায়গায় পুঁতে দিয়েছে। এই ঘটনায় তাকে সাহায্য করে তার ভাই আদিল ও তাদের চাচি। কেন খুন? তাদের সন্দেহ ছিল আসিফা বিবাহবর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই কারণেই বিবাদ। তার জেরেই খুন!পুলিশের এক কর্মকর্তা বলেন, আটকদের বাড়ির কাছ থেকে কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কামিল ও আদিলকে গ্রেপ্তার করা হয়েছে। আটকরা স্বীকার করেছে তারা আসিফকে খুন করেছেন।' কঙ্কালটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্র : এবিপি লাইভ