ঢাকা, ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

মৌলভীবাজারে আইনজীবী খুন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

(২ দিন আগে) ৭ এপ্রিল ২০২৫, সোমবার, ৮:১০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:০০ অপরাহ্ন

মৌলভীবাজার শহরের মেয়র চত্বর এলাকায় রোববার রাত প্রায় সাড়ে ১১ টার দিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এডভোকেট সুজন মিয়া (৩৫) খুন হয়েছেন। জানা যায়, মৌলভীবাজার পৌর চত্বরের ভেতরে চটপটির দোকানগুলোর সামনে রাস্তায় বসা অবস্থায় সুজন মিয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা আহত অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের বাড়ি শহরের খিদুর এলাকায়। সে মৌলভীবাজার জেলা বারের আইনজীবী। শহরের প্রাণ কেন্দ্রে একজন আইনজীবীকে প্রকাশ‍্যে ছুরিকাঘাতে হত‍্যার ঘটনা চাউর হলে ক্ষোভে ফুঁসে উঠেন তার সহকর্মী আইনজীবীসহ শহরবাসী অনেকেই। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে এই ঘটনার নিন্দা জানিয়ে  হত‍্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই রিপোর্ট লেখা পযর্ন্ত রাতে মৌলভীবাজার সদর ২৫০ শয‍্যা জেনারেল হাসপাতালে হত‍্যার শিকার সুজন মিয়ার লাশ দেখার জন‍্য ও এই খুনের ঘটনার  নিন্দা জানানোর জন‍্য স্বজন,সহকর্মী ও নানা শ্রেণি পেশার মানুষ ভীড় জমান।
এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান গণমাধ্যমকর্মীদের বলেন কে বা কারা তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ পযর্ন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status