ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

বেতন-বোনাস না দেয়ায় ১২ কারখানা মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৭:৩৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:১৫ অপরাহ্ন

mzamin

শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে পরিশোধ না করায় ১২টি কারখানার মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। 

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন।
নির্দেশনা অনুযায়ী,  শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করা পর্যন্ত বিদেশ যেতে পারবেন না এসব কারখানার মালিকরা। এর আগে শ্রমিকদের পাওনা পরিশোধে সময় বেঁধে দিয়েছিল সরকার। সেই সময়ের মধ্যে পাওনা পরিশোধ করেননি মালিকরা।

এ বিষয়ে শ্রম উপদেষ্টা বলেন, ২৭শে মার্চের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার কথা থাকলেও ১২টি কারখানা নির্ধারিত সময়ে বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না বলে জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশনে তাদের বিষয়ে তথ্য দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার) থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। শ্রম আইন অনুযায়ী এদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।

এ ছাড়া এর বাইরে অন্য কোনো প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে না পারলে তাদের বিরুদ্ধেও সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান উপদেষ্টা। তবে কোন কোন কারখানার মালিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নে সেগুলোর নাম বলতে চাননি তিনি।
 

পাঠকের মতামত

কাজটা খুবই প্রসংশনীয় এতে জনগন খুশী হয়েছে, এখন বেতন দিতে বাধ্য করলে আরো বেশী ভালো হবে, এরজন্য উপদেষ্টাকে অনেক ধন্যবাদ।

Abdul Matin Sikder
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৮:৫৭ অপরাহ্ন

Well Done. Bravo for your Bold Decision. Loan Defaulters should also have same treatment. ঠ্যাঙের উপর ঠাঙ তুইলা চিকেন ফ্রাই খাওয়া বাইর হইবোনে তহন

জনতার আদালত
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৮:৪৪ অপরাহ্ন

ভালো সিদ্ধান্ত।। মিডিয়ার উচিৎ এসব মালিকদের ছবি প্রচার করা।।

মোঃ শফিকুল ইসলাম
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৮:২৪ অপরাহ্ন

খুব ভালো। একেকজন গার্মেন্টস মালিক ২৫-৩০ বছর ধরে গার্মেন্টস চালাচ্ছে। ১.৫-২ মাসের বেতন দেওয়ার সক্ষমতা যদি না থাকে এতদিনেও তাহলে সেই গার্মেন্টস বন্ধ করে বা হয়ে যাওয়াই ভাল।

Kabir Ahmed
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৭:৪৪ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status