খেলা
সাকিব বললেন, তামিমের জন্য দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার
স্পোর্টস রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ২৪ মার্চ ২০২৫, সোমবার, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:০৫ অপরাহ্ন
.jpeg)
সকালে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন তামিম ইকবাল। চিকিৎসকদের চেষ্টায় মৃত্যুর মুখ থেকে ফিরেছেন তিনি। যদিও এখনও শঙ্কামুক্ত নন তামিম, রাখা হয়েছে পর্যবেক্ষণে। তামিমের অসুস্থতায় সুস্থতা কামনা করে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলে দীর্ঘদিনের সতীর্থ সাকিব আল হাসান। এই সময়ে তামিমের জন্য দোয়া করলে সেটা নিজের জন্মদিনে সেরা উপহার হবে বলে জানান সাকিব।
ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে সাকিব লিখেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।’
তিনি আরও লিখেন, ‘তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার । দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে'
স্ট্যাটাসের শেষে হ্যাশট্যাগ দিয়ে গেট ওয়েল সুন তামিম যোগ করেন সাকিব।
পাঠকের মতামত
Bhondo Sakib. Did so much politics and gambling, now pretending.
সাকিব ভাই এটা কি আসলে সত্যি আপনার মনের কথা। তামিমের সাথে অতীতে ক্ষমতার দাপটে যা করে ছিলেন ঐ সবের জন্য কি আপনি অনুতপ্ত ।