বাংলারজমিন
সৈয়দপুরে যাবজ্জীবন প্রাপ্ত আসামি ১৮ বছর পর গ্রেপ্তার
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবারনীলফামারীর সৈয়দপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে দীর্ঘ ১৮ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম ওরফে রবি মিয়া (৩৩) সৈয়দপুর শহরের রসুলপুর এলএসডি গোডাউন এলাকার মৃত শাহ আলম ও নুরজাহান দম্পতির ছেলে। তার বিরুদ্ধে ২০০৭ সালে মাদক মামলা দায়ের হয়। এ মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আকতার হোসেন বলেন, রবি একজন চিহ্নিত মাদক বিক্রেতা।
২০০৭ সালে মাদকসহ আটক হয়। তখন ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯/১ এর ৩-গ ধারায় মামলা হয়। কিন্তু জামিনে বের হয়ে দীর্ঘ ১৮ বছর ধরে সে পলাতক ছিল। এরপর তার অনুপস্থিতিতেই যাবজ্জীবন সাজা হয়। এর প্রেক্ষিতে ওয়ারেন্ট জারি হওয়ায় আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি। দুপুরে তাকে নীলফামারীর জেলা হাজতে পাঠানো হয়েছে।