অনলাইন
গাজায় গণহত্যার প্রতিবাদে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ২২ মার্চ ২০২৫, শনিবার, ৫:৩০ অপরাহ্ন

ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতারা। গতকাল বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম নোমান বলেন, বিশ্ব জনমতের কোন তোয়াক্কা না করে দখলদার শক্তি ইসরাইলিরা আধিপত্য বজায়ের খেলায় মেতে রয়েছে। ফিলিস্তিনে ইসরাইলের সম্প্রসারণবাদী আগ্রাসন বন্ধ করে সেখানে জনগণের জানমালের নিরাপত্তাসহ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বিশ্বসম্প্রদায়কে আরও বেশি সোচ্চার হতে হবে। আমি ইসরাইলি সামরিক হামলায় নিহত ফিলিস্তিনিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের নিকটজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এছাড়া আহতদের আশু সুস্থতা কামনা করছি।