ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

সংবাদ সম্মেলনে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন, যা বললেন ফখরুল

স্টাফ রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ২২ মার্চ ২০২৫, শনিবার, ৩:০৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

mzamin

সবগুলো মামলায় খালাস পাওয়ার প্রেক্ষিতে কবে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এমন এক প্রশ্নের জবাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘উনার ফেরার বিষয়ে আমরা এখনো সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ নির্ধারণ করিনি।’ শনিবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, ‘আমাদের যখন মনে হবে যে, উপযুক্ত সময়… সেই সময়ে তিনি (তারেক রহমান) আসবেন।’

সর্বশেষ ২০ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩ বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তি দেয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগের মামলায় তারেক ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনকে খালাস দেন। এই মামলার মধ্য দিয়ে সবগুলো মামলায় নিষ্পত্তি হওয়ায় তারেক রহমানের দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই বলে তার আইনজীবীরা জানান।

আইনজীবীদের তথ্য অনুযায়ী এক-এগারো সরকার এবং আওয়ামী লীগ সরকারের সময় তারেকের বিরুদ্ধে প্রায় ৮৪-৮৫টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে রয়েছে ২১শে আগস্ট গ্রেনেড হামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা, অবৈধ সম্পত্তির মামলা, সিঙ্গাপুর মানি লন্ডারিং মামলা, নড়াইলে মানহানির মামলা ও ঢাকার রাষ্ট্রদ্রোহ মামলা।

এক/এগারোর সরকারের সময়ে গ্রেপ্তারের পর তারেক রহমান একটানা ১৮ মাস কারাগারে ছিলেন । এরপর ১২টি মামলায় জামিন পেয়ে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি পিজি হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান। পরে উন্নত চিকিৎসার জন্য পরিবারকে নিয়ে লন্ডনে যান তারেক রহমান। এরপর থেকে সেখানেই রয়েছেন তিনি।

পাঠকের মতামত

বীর সাংবাদিক মাহমুদুর রহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সাহসী পুরুষ দেশে বিরল

মুহাম্মদ আবুল কালাম
২২ মার্চ ২০২৫, শনিবার, ৭:১৪ অপরাহ্ন

নির্বাচনের আগে আসবেন, যাতে ইমেজ ক্লিন থাকে।

Saker Ali
২২ মার্চ ২০২৫, শনিবার, ৫:৫৮ অপরাহ্ন

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান মামলা মাথায় নিয়ে দেশে ফিরে এসেছেন এবং মামলা ফেইস করেছেন। তিনি একজন সাংবাদিক, অকুতোভয় দুঃসাহসী সংগ্রামী সাংবাদিক। কিন্তু রাজনীতিবিদের সাহস তার চেয়েও বহুগুণ তেজোদ্দীপ্ত হওয়া উচিত।

আবুল কাসেম
২২ মার্চ ২০২৫, শনিবার, ৪:৫৮ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status