খেলা
পায়ের চোটে স্পেন দল থেকে বার্সেলোনায় ফিরছেন কুবারসি
স্পোর্টস ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ২২ মার্চ ২০২৫, শনিবার, ১:৫৪ অপরাহ্ন

উয়েফা ন্যাশনস লীগের শেষ ম্যাচে গোড়ালির চোটে পড়েন পাউ কুবারসি। ম্যাচের পর স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে জানান, তার চোট তেমন একটা শঙ্কাজনক নয় এবং দলের সঙ্গেই থাকবেন। তবে শেষ পর্যন্ত সেটি হলো না। স্পেন দল ছেড়ে ক্লাব বার্সেলোনায় ফিরছেন এই ১৮ বছর বয়সী ডিফেন্ডার।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার ডাচদের মাঠে খেলে স্প্যানিশরা। ২-২ গোলে সমতার ম্যাচে ৪১তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন কুবারসি। পরে জানা যায়, ডান পায়ের গোড়ালিতে ব্যাথা পেয়েছেন তিনি। স্পেনের সংবাদমাধ্যমগুলোয় জানানো হয়, ফিরতি লেগে আগামী রোববার ঘরের মাঠেও তাকে খেলাতে চান লা ফুয়েন্তে।
অন্যদিকে দেশটির জায়ান্ট বার্সেলোনা চাচ্ছিল তাদের খেলোয়াড়কে ক্লাবে ফিরে পেতে। এরপরই শুক্রবার এক বিবৃতিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) জানায়, সুস্থ হয়ে ওঠার জন্য নিজ ক্লাবে ফিরে যাবেন কুবারসি। এখন দ্রুতই তাকে দলে পেতে চেষ্টা করবে কাতালান ক্লাবটি। কেননা আন্তর্জাতিক বিরতি শেষে আগামী বৃহস্পতিবার লা লিগায় ওসাসুনার বিপক্ষে খেলতে নামবে হান্সি ফ্লিকের দল। ম্যাচটি হওয়ার কথা ছিল গত ৮ই মার্চ। তবে ম্যাচ শুরুর আগেই টিম হোটেলে আকস্মিকভাবে মারা যান বার্সার চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া। ম্যাচের আগে দু’দলের খেলোয়াড়েরা শরীর গরম না করতে এলে ওঠে ধোঁয়াশা। এরপর স্টেডিয়াম মাইকে ঘোষণা দিয়ে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। পরের আরএফইএফ ম্যাচটির নতুন তারিখ ঘোষণা করলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে দু’দলই। তবে তাদের আপিল খারিজ হয়ে যায়। এ কারণে বার্সার পরবর্তী ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলিয়ান রাফিনহা ও উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে দলে পাওয়া সম্ভাবনা একেবারেই ক্ষীণ। অন্যদিকে চোটের কারণে কাতালানরা আগেই হারিয়েছে ইনিগো মার্টিনেজ ও মার্ক কাসাদোকে। তবে আপিল খারিজ হওয়াতে বিপাকে পড়েছে ওসাসুনা। বার্সার বিপক্ষে ম্যাচের পর রোববারই ফের অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে খেলতে হবে তাদের।
বার্সেলোনার জন্য ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। কেননা ২৮ ম্যাচে সমান ৬০ পয়েন্টে তাদের নিচেই দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। সেখানে এক ম্যাচ কম খেলা কাতালানদের সামনে শীর্ষস্থানটা আরও পোক্ত করার সুযোগ।