বাংলারজমিন
রাজনগরে ডিবি পুলিশকে আটকে পালালেন চেয়ারম্যান
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
২২ মার্চ ২০২৫, শনিবারমৌলভীবাজারের রাজনগরে মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রাহেল হোসেনকে আটক করতে গিয়ে ডিবি পুলিশ মারধরের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত ২/৩ জন আহত হয়েছেন বলেও খবর পাওয়া যায়। তবে ডিবি পুলিশের ওসি অভিযানের কথা স্বীকার করলেও হামলার বিষয়টি অস্বীকার করেছেন। এদিকে ডিবি পুলিশ সিসি ক্যামেরার রেকর্ডিং মেশিন খুলে নিয়ে যায়। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে চেয়ারম্যানকে আটক না করেই ডিবি পুলিশ ফিরে আসে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে হামলায় অংশ নিয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন থেকে ছবি ও লেখা প্রচার হচ্ছে। চেয়ারম্যান রাহেলকে আটকের জন্য মৌলভীবাজার ডিবি পুলিশ কয়েকবার অভিযান চালায়। কিন্তু তাকে আটক করতে পারেনি। ওই সময় অভিযোগ ওঠে সমঝোতার মাধ্যমে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাতে চেয়ারম্যান রাহেল ইউনিয়ন পরিষদে ছিলেন। এমন সময় তাকে আটকের জন্য ডিবি পুলিশ অভিযান চালায়। পুলিশ গাড়ি নিয়ে ইউনিয়নের গেটের ভেতরে যাওয়ার পর চেয়ারম্যানের অনুসারীরা ডিবি পুলিশের গাড়ি ভেতরে রেখে গেট লাগিয়ে দেয়। এ সময় পুলিশ ও চেয়ারম্যানের লোকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে জানতে ইউনিয়ন চেয়ারম্যান রাহেলের সঙ্গে কথা বলতে মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তা বন্ধ পাওয়া যায়। মৌলভীবাজার ডিবি পুলিশের ইন্সপেক্টর আবু জাফর বলেন, আমরা ইনফরমেশন পেয়ে ইউনিয়নে গিয়েছিলাম। তবে তাকে আটক করা যায়নি। তবে পুলিশের ওপর হামলা ও আহতের বিষয়টি তিনি এড়িয়ে যান। সিসিটিভির ডিভিআর খুলে নেয়ার বিষয়ে বলেন, আমরা একটা কাজে নিয়ে এসেছিলাম। তাদের সঙ্গে কথা হয়েছে। তারা নিয়ে যাবে।
থানার ওসি মোহাম্মদ মুর্শেদুল হাসান খান বলেন, ডিবি পুলিশের ফোন পেয়ে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। যাওয়ার আগেই গেট খুলে দেয়া হয়। আহতের বিষয়টি আমার জানা নেই।