ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

হামজা আমাদের মেসি হয়ে এসেছে: জামাল ভূঁইয়া

স্পোর্টস ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ১৯ মার্চ ২০২৫, বুধবার, ৩:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৫৩ পূর্বাহ্ন

mzamin

আগে প্রশ্নটা ছিল এরকম, ‘হামজা কি বাংলাদেশের হয়ে খেলবেন?’ আর বর্তমান সময়ের প্রশ্ন হচ্ছে, ‘হামজা বাংলাদেশের হয়ে কবে খেলবেন?’ ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা হামজা চৌধুরি এখন বাংলাদেশের। তবে বাংলাদেশ জাতীয় দলের আর্মব্যান্ডটা থাকছে জামাল ভূঁইয়ার হাতেই। আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও তাকে পরিচয় করানো হয়েছে টাইগারদের অধিনায়ক হিসেবেই। সেখানেই জামাল ভূঁইয়া মন্তব্য করেন যে, তার মনে হচ্ছে হামজা বাংলাদেশের মেসি হয়ে এসেছেন। 

বেশ কয়েক বছর ধরেই ইংলিশ প্রিমিয়ার লীগে খেলছেন হামজা চৌধুরি। লেস্টার সিটির হয়ে জিতেছেন এফএ কাপ, ইংলিশ সুপার কাপ। গতবছরও একই ক্লাবের হয়ে তুলেছেন ইংলিশ দ্বিতীয় স্তরের শিরোপা। বর্তমানে খেলছেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে। সব ঠিকঠাক থাকলে আগামী ২৫শে মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হবে জাতীয় দলেও। জাতীয় দলের অভিজ্ঞতার দিক থেকে যেহেতু জামালরা একটু এগিয়ে তাই তাদের থেকেই শিখতে চান হামজা। তিনি বলেন, ‘জামালসহ আরও অনেকে জাতীয় দলে দীর্ঘদিন ধরে খেলছে। তাদের কাছ থেকে আমিও শিখতে চাই।’

২০১৩তে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় জামাল ভূঁইয়ার। সে সময় তাকে ঘিরেও উদ্দীপনার কমতি ছিল না দেশের ফুটবলপ্রেমীদের। সেই পথ পরিক্রমায় এলেন হামজা। আগের কথা মনে করে হামজাকে একটু এগিয়েই রাখলেন বাংলাদেশি অধিনায়ক। তিনি বলেন, ‘আমি যখন এসেছিলাম তখনও একই রকম পরিস্থিতি ছিল। তবে হামজাকে যেভাবে বরণ করা হয়েছে তা দারুণ। মনে হচ্ছে সে আমাদের মেসি হয়ে এসেছে।’ আসন্ন ম্যাচকে সামনে রেখে অবসর ভেঙে ফিরেছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল ছেত্রী। তবে দু’জনের মধ্যে হামজাকেই এগিয়ে রাখছেন ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সুনীল ছেত্রী ভালো খেলোয়াড়। দেশের জন্য অসাধারণ কাজ করেছে। কিন্তু সত্যি বলতে, হামজা প্রিমিয়ার লীগে খেলা ফুটবলার।’
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status