অনলাইন
‘ইন্ডিয়া’ নাম বদলে ‘ভারত’ বা ‘হিন্দুস্তান’! কেন্দ্রকে সুপ্রিম নির্দেশ মানতে বললো দিল্লি হাইকোর্ট
মানবজমিন ডিজিটাল
(৪ সপ্তাহ আগে) ১৯ মার্চ ২০২৫, বুধবার, ৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫৯ পূর্বাহ্ন

দিল্লি হাইকোর্ট সংবিধান সংশোধন এবং ‘ইন্ডিয়া’ নামটি প্রতিস্থাপন করে ‘ভারত’ বা ‘হিন্দুস্তান’ রাখার বিষয়টি বিবেচনা করার জন্য সুপ্রিম কোর্টের আদেশ অবিলম্বে মেনে চলতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। বিচারপতি শচীন দত্ত আবেদনকারীকে এই বিষয়ে তার আবেদন প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। বিষয়টি অবশ্য বেশ কিছুটা পুরনো। ২০২০ সালের ৩ জুন সুপ্রিম কোর্ট সংবিধানে দেশের নাম বদলের যে প্রস্তাব দিয়েছিল, সে বিষয়ে কোনও পদক্ষেপ নেয়া হয়নি। মামলাকারীর আবেদনে বলা হয়েছে, ২০২০ সালে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়ার পরও বিষয়টিতে গুরুত্ব দেয়া হয়নি। আবেদনকারীর আর্জি, সংবিধানের প্রথম অনুচ্ছেদে যেখানে ‘ইন্ডিয়া’ লেখা রয়েছে সেটিকে পাল্টে ‘ভারত অথবা হিন্দুস্তান’ হিসাবে সম্বোধন করার জন্য। ‘ইন্ডিয়া’ নামটি ভারতের ঔপনিবেশিক ইতিহাসের ভারই বহন করে বলেও উল্লেখ করেন তিনি। অপরদিকে ‘ভারত’ নামটির সঙ্গে অনেক বেশি একাত্ম বোধ করেন এ দেশের মানুষ, এমনই আর্জি ছিল আবেদনকারীর। এই মামলার শুনানিতে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো প্রক্রিয়া চালু করার জন্য এবার কেন্দ্রকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। আবেদনকারী হাইলাইট করেছেন যে, ১৫ নভেম্বর, ১৯৪৮ সালে গণপরিষদের বিতর্কের সময় দেশের নাম পরিবর্তন করে ‘ভারত’ বা ‘হিন্দুস্তান’ করার বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। তবে, সংবিধানের চূড়ান্ত সংস্করণে উভয় নামই বহাল ছিল, বিষয়টি অমীমাংসিত থেকে গিয়েছিলো।
এই পিটিশন মারফত আমাদের জাতির একমাত্র নাম ‘ভারত’ নিশ্চিত করে অসমাপ্ত কাজটি সম্পন্ন করা হোক'- এই আর্জি জানিয়েছেন মামলাকারী। ২০২০ সালে সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকে, আবেদনকারী সক্রিয়ভাবে বিষয়টি অনুসরণ করেছেন। মামলার অগ্রগতি ট্র্যাক করার জন্য একটি আরটিআই দাখিল করেছেন। তা সত্ত্বেও কোনো সুনির্দিষ্ট সমাধান ছাড়াই সরকারি দপ্তরের মধ্যে সেই মামলার ফাইল ঘোরাফেরা করেছে বলে আক্ষেপ প্রকাশ করেছেন মামলাকারী।
সূত্র : নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
পাঠকের মতামত
ভারত নামটি চন্দ্রবংশীয় পৌরাণিক রাজা ভরতের নামানুসারে হয়েছিল। গ্রিকরা ভারতীয়দের ইন্দোই হিসাবে উল্লেখ করেছিল, যার বঙ্গানুবাদ হল "সিন্ধু অঞ্চলের মানুষ"। "হিন্দুস্তান" মুঘল সাম্রাজ্যের সময় প্রবর্তিত ভারতের একটি মধ্য ফার্সি নাম, এবং তখন থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বর্মানে ইন্ডিয়া তার আগের নাম "হিন্দুস্থান" বা "ভারত" নামে ফিরে যাবে এটাতে অস্বাভাবিক কিছু দেখিনা। মহাকবি আল্লামা ইকবাল তো লিখে গেছেন "সারা জাহাঁছে আচ্ছা হিন্দুস্থাহ্ হামারা"।
দেশ হাইকোর্ট চালায়! হাইকোর্টের বিচারকের কথায় দেশ চলবে? বিচারক কী আইন প্রণেতা? গণতন্ত্র বলতে কী হাইকোর্টের আটকে যায়?