অনলাইন
জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি
৬৯ বাংলাদেশির বিরুদ্ধে লুক আউট নোটিশ জারির আবেদন কলকাতা পুলিশের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(৪ সপ্তাহ আগে) ১৯ মার্চ ২০২৫, বুধবার, ২:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫৩ পূর্বাহ্ন
জাল নথি দিয়ে ভারতের পাসপোর্ট তৈরিতে অভিযুক্ত ফেরার বাংলাদেশিদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করতে উদ্যোগী হয়েছে কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত ৬৯ জন ফেরার বাংলাদেশির বিরুদ্ধে লুক আউট নোটিশ জারির জন্য অভিবাসন দফতরের কাছে আবেদন জানানো হয়েছে। এরা প্রত্যেকেই ভারতীয় পাসপোর্ট নিয়ে বিদেশে রয়েছেন বলে পুলিশের অনুমান। লুক আউট নোটিশ জারি হলে বিশ্বের যেকোনো দেশেই তারা থাকুক না কেন, অন্য আর কোনও দেশে যেতে পারবেন না। উলটো সেই দেশ ছাড়ার চেষ্টা করলে খবর চলে আসবে কলকাতা পুলিশের কাছে।
গত বছর কলকাতার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। তদন্তে নেমে পুলিশ এক অবসরপ্রাপ্ত গোয়েন্দা আধিকারিক ও এক বাংলাদেশিসহ মোট ১০ জনকে গ্রেফতার করে। সংগঠিতভাবে চলছিল জাল নথি দিয়ে ভারতের পাসপোর্ট তৈরির চক্র।
এই ঘটনার তদন্তে জানা গেছে, মোট ১২১টি জাল পাসপোর্ট তৈরির আবেদন জমা পড়েছিল কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিসে। তার মধ্যে ৭৩টি পাসপোর্ট ডেলিভারি হয়ে গেছে। এদের মধ্যে অন্তত ২০ জন সেই পাসপোর্ট নিয়ে বিদেশে চলে গিয়েছেন বলে পুলিশের অনুমান।
পাঠকের মতামত
কলকাতার পলাতক লীগের অপকর্ম
ছোট হয়ে আসছে অপরাধীদের পৃথিবী
They all must be Polatok League members.