খেলা
রিয়ালের হয়ে প্রথম মৌসুমেই ট্রেবল জিততে চান এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক
(৪ সপ্তাহ আগে) ১৯ মার্চ ২০২৫, বুধবার, ১২:২১ অপরাহ্ন

স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে এসে শুরুটা সুখকর হয়নি কিলিয়ান এমবাপ্পের। একের পর এক সুযোগ হারানো এবং অফসাইড গোলে শুনতে হয়েছে নানা সমালোচনা। তবে এরপরই যেন নিজেকে মেলে ধরতে শুরু করলেন ফরাসি মহাতারকা। এরই মধ্যে দুইয়ে উঠে এসেছেন স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতার তালিকায়। নিজের অভিষেক মৌসুমেই স্প্যানিশ জায়ান্টদের এবার ট্রেবল জয়ের স্বাদ দিতে চান এমবাপ্পে।
বিশ্বের সফলতম ক্লাবের তালিকা করলে রিয়াল মাদ্রিদের নাম সবার উপরেই থাকবে। ১২৩ বছরের ইতিহাসে কী জেতেনি অল হোয়াইটরা? অর্জন, রেকর্ড, কীর্তি, কিছুতেই কমতি নেই রিয়ালের। তবে একেবারেই নেই বললে ভুল হবে। কেননা এখনও ট্রেবল জেতা হয়নি মেরেঙ্গুয়েজদের। ট্রেবল কোনো আক্ষরিক ট্রফি নয় যদিও। রিয়াল চ্যাম্পিয়নস লীগ জিতেছে ১৫বার। স্প্যানিশ লা লিগা ঘরে তুলেছে ৩৬ বার। এ দুই শিরোপাতেই তাদের ধারেকাছে নেই আর কোনো ক্লাব। আর কোপা দেল রে জিতেছে তৃতীয় সর্বোচ্চ ২০ বার। এই তিন ট্রফির সমষ্টিকে বলা হয় ট্রেবল। কিন্তু যেকোনো এক মৌসুমে এই তিনটি ট্রফি জেতা হয়নি রিয়াল মাদ্রিদের। দলের ভক্ত কিংবা খেলোয়াড়রা এখানেই আটকে যান। যেখানে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা জিতেছে দু’বার। চলতি মৌসুমে এখনও এই তিন টুর্নামেন্টেই টিকে আছে কার্লো আনচেলোত্তির শিষ্যরা। চ্যাম্পিয়নস লীগের শেষ আটে তাদের প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট আর্সেনাল। লা লিগায় শীর্ষে থাকা বার্সার সঙ্গে সমানসংখ্যক ৬০ পয়েন্টে আছে দুইয়ে। আর কোপা দেল রে’র সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে প্রথম লেগ জিতে ফাইনালের পথে এগিয়ে আছে এক পা। মৌসুমে এখন পর্যন্ত দুর্দান্ত এই সাফল্যে বড় ভূমিকা রেখেছেন কিলিয়ান এমবাপ্পে। শুরুতে খেই হারালেও পরে বলেকয়েই ফিরেছেন আগুণ ফর্মে। অভিষেক মৌসুমে এখন পর্যন্ত ৩১ গোল করে পেছনে ফেলেছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওকে (৩০)। অন্যদিকে উসমান দেম্বেলের দারুণ পারফর্মেন্সে উড়ছে তার সাবেক ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইও (পিএসজি)। ফরাসি পত্রিকা লু পারিজিয়ার এক সাক্ষাৎকারে এমবাপ্পেকে জিজ্ঞাসা করা হয়, তাকে ছাড়াই পিএসজি ভালো করছে কি না। বিতর্কে যেতে চাননি এই ২৬ বছর বয়সী ফুটবলার, শুধুই জানালেন নতুন ক্লাবে নিজের স্বপ্নের কথা। বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড বলেন, ‘তাদের (পিএসজি) প্রতি আমার সর্বোচ্চ শুভকামনা। তবে আমার মনোযোগ এখন রিয়াল মাদ্রিদে এবং ট্রেবল জয়ের সম্ভাবনায়, যা কি না ক্লাবটি এখনও করে উঠতে পারেনি। আমার প্রথম মৌসুমেই এটি করতে পারলে অসাধারণ হবে।’
আন্তর্জাতিক বিরতি শেষে আগামী ২৯শে মার্চ ফের শুরু হবে রিয়াল মাদ্রিদের ট্রেবল জয়ের মিশন। জাতীয় দলের দায়িত্ব সেরে সব ঠিকঠাক থাকলে লেগানেসের বিপক্ষে ম্যাচ দিয়েই লস ব্লাঙ্কোসদের ট্রেবল অভিযানে নামবেন এমবাপ্পে।