অনলাইন
‘মাদক কারবারিদের গোলাগুলির’ মধ্যে পড়ে অটোরিকশা চালক নিহত
স্টাফ রিপোর্টার
(৪ সপ্তাহ আগে) ১৯ মার্চ ২০২৫, বুধবার, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ‘মাদক কারবারিদের দুই গ্রুপের গোলাগুলির’ মধ্যে পড়ে মোহাম্মদ হাবিব (৪৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রূপগঞ্জের চনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাবিব ওই এলাকার আনোয়ার মোল্লার ছেলে।
নিহতের ভাই বাবু জানান, আমার ভাই রাত দেড়টার দিকে রূপগঞ্জের চনপাড়া এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় মাদক কারবারিদের দুই গ্রুপের গোলাগুলির মধ্যে পড়ে। এ সময় একটি গুলি তার গায়ে লাগে। পরে আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ মর্গে রাখা হয়েছে।’
নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলিতে মোহাম্মদ হাবিব নামে একজন নিহত হয়েছেন। অভিযুক্তদের ধরতে ও অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।’
পাঠকের মতামত
Why he went 1:30 am in that road?