অনলাইন
ডা: জাকির নায়েককে নাগরিকত্ব দেয়নি মালয়েশিয়া
স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া
(৪ সপ্তাহ আগে) ১৯ মার্চ ২০২৫, বুধবার, ৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৩৯ অপরাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল সামাজিক মাধ্যমে ছড়ানো ডা. জাকির নায়েককে মালয়েশিয়ার নাগরিকত্ব দেওয়ার দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।
দেশটির ফ্রি মালয়েশিয়া টুডে, মালয় মেইল ও মালয়েশিয়া কিনিসহ বেশ কয়েকটি গণমাধ্যম স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এটি একটি ভুয়া পোস্ট, যা ছয় বছরেরও বেশি সময় আগে তৈরি করা হয়েছিল। ছবিটির প্রসঙ্গ দেখা যায় তখনকার পেরকাসা প্রধান ইব্রাহিম আলি জাকির নায়েককে "পাহলাওয়ান পেরকাসা" পুরস্কার দিচ্ছেন।
ফ্রি মালয়েশিয়া টুডে আরো জানিয়েছে, ইব্রাহিম আলির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যাখ্যা করেন যে, "ছবিটি ২০১৭ সালে তোলা হয়েছিল, যখন পেরকাসা, ইসলাম প্রচারে অবদানের জন্য জাকিরকে সম্মানিত করেছিল। এটি মালয়েশিয়ার নাগরিকত্বের দাবির সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ মিথ্যা এবং এটি মালয়েশিয়ানদের বিভ্রান্ত করা এবং রাজনৈতিক উদ্দেশ্যে উসকে দেওয়ার জন্য করা হয়েছে।"
২০০৮ সালে মালয় অধিকার সংগঠন পেরকাসা প্রতিষ্ঠা করা ইব্রাহিম আলির উদ্ধৃতি দিয়ে ফ্রি মালয়েশিয়া টুডে আরো জানিয়েছে, আমরা সবাই জানি, জাকির একজন পার্মানেন্ট রেসিডেন্ট (পিআর) হিসেবে মালয়েশিয়ায় বসবাস করছেন। তিনি আমাকে বলেছিলেন যে, তিনি এখানে নাগরিকত্ব চান না এবং সঠিক সময়ের অপেক্ষা করছেন, যাতে সবকিছু সমাধান হয়ে গেলে তিনি ভারতে ফিরতে পারেন।
মুম্বাইয়ে জন্মগ্রহণ করা এই ধর্মপ্রচারককে ২০১৬ সাল থেকে ভারতীয় কর্তৃপক্ষ নানা অভিযোগে খুঁজছে। ভারতের কাছে জাকির নায়েককে প্রত্যর্পণ করার বিষয়ে ২০২৪ সালের আগস্টে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছিলেন যে, যতক্ষণ না জাকির কোনো সমস্যা সৃষ্টি করছেন, ততক্ষণ তিনি তাকে ভারতে প্রত্যর্পণ করার বিষয়ে বিবেচনা করবেন না।
দেশটির ফ্রি মালয়েশিয়া টুডে আরো জানিয়েছে, ২০১৫ সালে বারিসান ন্যাশনাল সরকার জাকিরকে মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দার মর্যাদা দেয়। ২০১৭ সালে, ভারতীয় সংবাদমাধ্যম জানায় যে, স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়ার পর জাকির মালয়েশিয়ার নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন। দ্য টাইমস অব ইন্ডিয়া ভারতের জাতীয় তদন্ত সংস্থার সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল যে, তার নাগরিকত্বের আবেদন সম্পর্কে তখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
পত্রিকাটি আরো জানিয়েছে, ২০১৯ সালে, কোটা বারুতে দেওয়া এক বক্তৃতায় মালয়েশিয়ার হিন্দু ও চীনা সম্প্রদায় সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার কারণে জাকিরকে মালয়েশিয়ায় বক্তৃতা দেওয়া থেকে নিষিদ্ধ করা হয়। তবে, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি, স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বলেছিলেন যে, জাকির নায়েককে জনসমক্ষে বক্তৃতা দেওয়া থেকে নিষেধাজ্ঞার বিষয়ে বর্তমানে আর কোনো বাঁধা নেই।
পাঠকের মতামত
যদি বাংলাদেশে বিশ্ব বরেণ্য আলেমে দীন ড. জাকির নায়েককে নাগরিকত্ব দিতে পারতাম বা সরকার দিত তাহলে মহান আল্লাহর কাছে কোটিবার শুকরিয়া জানাতাম এবং আমার জীবনকে ধন্য মনে করতাম।
indian media- biggest liar media in the world here , there & everywhere!