ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

পল্লবীতে নারী সাংবাদিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ১৯ মার্চ ২০২৫, বুধবার, ১:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৫২ পূর্বাহ্ন

রাজধানীর পল্লবী এলাকায় এক নারী (৫০) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই নারী একটি দৈনিক পত্রিকার সাংবাদিক বলে জানা গেছে।
সোমবার গভীর রাতে নির্মাণাধীন একটি ভবনে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। এ ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী। মামলায় ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- এনামুল হক (৩৮) ও হামিদুর রহমান (৫০)।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ক্যান্টনমেন্ট ও পল্লবী থানার সীমান্তবর্তী আজিজনগর এলাকায় একটি অপরাধী চক্রের বিষয়ে অনুসন্ধান করতে যান ওই নারী। তবে সেখানে পৌঁছানোর আগেই রাত ১টার দিকে ইসিবি চত্বরে তাকে আটক করে ১৬ দুর্বৃত্ত। তারা নারীকে জোর করে পল্লবীর গ্রীন সিটি বালুর মাঠ এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে আসামিরা তাকে ধর্ষণ করে। পরে মঙ্গলবার সকাল ৮টায় ভুক্তভোগীর মাধ্যমে খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
ওসি বলেন, ঘটনাস্থল পল্লবী থানার আওতাধীন হওয়ায় তারা বিষয়টি আমাদের জানায়। এরপর আমরা গিয়ে তাকে উদ্ধার করি। ধর্ষণে অভিযুক্ত দুজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, নির্মাণাধীন ভবনটির তত্বাবধায়ক এনামুল হক ও হামিদুর রহমান।

পাঠকের মতামত

পৃথিবীর কোথাও অপরাধ প্রবণ এলাকায় রাতের বেলা তো দূরের কথা দিনের বেলায়ও একাকী কেউ নিরাপদ না । সেক্ষেত্রে নারী সাংবাদিকের কোন নিরাপত্তা ছাড়া একা একা উক্ত এলাকায় রাত একটার সময় যাওয়া ঠিক হয়নি। যাহোক পুলিশ ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করেছে এটা একটা ভালো খবর আমরা চাই সফল আসামি ধরা পড়ুক এবং তাদের বিচার হবে।

রুমেল
১৯ মার্চ ২০২৫, বুধবার, ১২:২২ অপরাহ্ন

গভীর রাতে যেখানে পুরুষরাই নিরাপদ নয় সেখানে নারী হয়ে ক্রাইম রিপোর্ট করতে যাওয়া মোটেও উচিত হয় নাই।

Ahmad Zafar
১৯ মার্চ ২০২৫, বুধবার, ৩:০৯ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status