খেলা
ফাহামিদুলকে নিয়ে যে ব্যাখ্যা দিলেন কাবরেরা
স্পোর্টস রিপোর্টার
১৯ মার্চ ২০২৫, বুধবার
সৌদি আরবে প্রায় দুই সপ্তাহের ক্যাম্প শেষে গতকাল সকালে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিন্তু সৌদি আরব থেকে দলের সঙ্গে ঢাকায় না এসে ইতালির বিমান ধরেছেন ফাহামিদুল ইসলাম। ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের দল থেকে বাদ পড়াতেই ইতালি ফিরে গেছেন ফাহামিদুল। দেশে ফিরে হাভিয়ের কাবরেরা কথা বলেছেন ফাহামিদুলের বাদ পড়া নিয়ে। তিনি জানিয়েছেন এই মুহূর্তে জাতীয় দলে খেলার মতো উপযুক্ত নয় ফাহামিদুল। তবে হামজাকে নিয়ে রোমাঞ্চিত সবাই।
শিলংয়ে আগামী ২৫শে মার্চ এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের আগে দলের সঙ্গে মানিয়ে নেয়া, নতুন সতীর্থদের সঙ্গে বোঝাপড়ার জন্য খুব একটা সময় পাবেন না হামজা। তাতে দুর্ভাবনার কিছু দেখছেন না কাবরেরা। বাংলাদেশ কোচ বরং উন্মুখ হয়ে আছেন, ইংল্যান্ড প্রবাসী হামজার সঙ্গে ভারত ম্যাচের পরিকল্পনা সাজাতে। তিনি গতকাল এক ভিডিও বার্তায় বলেন,‘ হামজা ভীষণ ইতিবাচক। সবাই তার সঙ্গে সাক্ষাৎ ও ট্রেনিং করার জন্য খুবই রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছে। গত এক সপ্তাহ ধরে তার সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। আমিও তার সঙ্গে দেখা করার জন্য, এক সঙ্গে কাজ করার জন্য এবং কীভাবে ভারতকে সামনের সপ্তাহে হারাতে পারি, তা নিয়ে পরিকল্পনা সাজাতে উন্মুখ হয়ে আছি।’ হামজার অভিজ্ঞতা দলে প্রভাব পড়বে জানিয়ে কাবরেরা বলেন.‘নিশ্চিতভাবেই তার অভিজ্ঞতার প্রভাব আমাদের দলে পড়বে। তার নেতৃত্ব, তার পেশাদারিত্ব এবং আমি মনে করি জাতীয় দলের হয়ে সেও খেলতে মুখিয়ে আছে। দলের অন্যান্য খেলোয়াড়রাও একইভাবে তার সঙ্গে খেলতে উন্মুখ। এতে করে আমার মনে হচ্ছে, অবশ্যই ভালো কিছু বেরিয়ে আসবে।’ সেরি ডি থেকে উঠে আসা ফাহামিদুলকে নিয়েও উচ্ছ্বাস ছিল অনেক। সামাজিক যোগাযোগের মাধ্যমে সমর্থকরা তো বটেই, সৌদি আরবের ক্যাম্পের অনেকেও আশাবাদী ছিলেন ওলবিয়া কালসিওতে খেলা ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিয়ে। কিন্তু কাবরেরার মন তিনি জয় করতে পারেননি এ যাত্রায়। তার বাদ পড়া নিয়ে এই স্প্যানিশ বলেন,‘ফাহমিদুল ঢাকায় আসেনি আমাদের সঙ্গে, সে আমাদের সঙ্গে এক সপ্তাহ ছিল। সে ভালো করেছে, কিন্তু আমরা মনে করেছি, তার আরও সময় প্রয়োজন। এ কারণেই সে দলের সঙ্গে ঢাকা ফিরেনি। তবে সে খুব ভালো কাজ করেছে। সে ইতালি ফিরে গেছে, তবে আবারো বলছি, তার সঙ্গে আমাদের দেখা হয়ে ভালো হয়েছে। খেলোয়াড়দের সঙ্গে দেখা হওয়াটা তার জন্যও ভালো ব্যাপার। আসলে এ মুহূর্তে তার চেয়ে অন্যরা বেশি প্রস্তুত। সে খুবই তরুণ। তার আরও সময় প্রয়োজন দলের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য।’ সবশেষ ভারতের মাঠে ২০১৯ সালে জয়ের আশা জাগিয়ে ১-১ ড্র করেছিল বাংলাদেশ। তবে এবারের প্রস্তুতি অতীতের তুলনায় আরও আঁটোসাঁটো হওয়ায় আশাবাদী কাবরেরা। প্রস্তুতি নিয়ে তিনি বলেন,‘প্রস্তুতি ভালো হয়েছে, পরিপূর্ণ একটা ক্যাম্প হয়েছে। সৌদি আরবে ১২ দিন উঁচু মানের সুবিধাদী নিয়ে অনুশীলন করা, আমরা খুবই ভাগ্যবান। সব মিলিয়ে এটা আমাদের জন্য যথাযথ পরিবেশ ছিল। সম্ভবত আমরা একটা বেশি প্রস্তুতি ম্যাচ খেলাটা মিস করেছি, কিন্তু সত্যি বলতে প্রস্তুতি নিয়ে অনেক খুশি। আসলেই খুবই রোমাঞ্চিত এবং শিহরিত ভারতের বিপক্ষে বড় ম্যাচের চ্যালেঞ্জ নেয়ার জন্য।’