ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা

স্পোর্টস রিপোর্টার
১৯ মার্চ ২০২৫, বুধবার
mzamin

শ্রীলঙ্কার কলম্বোয় এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে মনন রেজা নীড় ও মহিলা বিভাগে ওয়াদিফা আহমেদ চ্যাম্পিয়ন হয়েছেন। চ্যাম্পিয়ন হয়ে আরও দুটি সুখবর পেয়েছেন ওয়াদিফা। ফিদে মাস্টার থেকে হয়েছেন মহিলা আন্তর্জাতিক মাস্টার। পাশাপাশি ৫ই জুলাই জর্জিয়ার হতে যাওয়া দাবার মহিলা বিশ্বকাপও নিশ্চিত হয়েছে ওয়াদিফার। এ নিয়ে চতুর্থ মহিলা আন্তর্জাতিক মাস্টার পেলো বাংলাদেশ। ওপেন বিভাগে নীড় ও মহিলা বিভাগে ওয়াদিফা চ্যাম্পিয়ন হওয়ায় বিশ্বকাপে দুই বিভাগেই বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকছে। এবারই প্রথম বাংলাদেশ এই প্রতিযোগিতায় গ্র্যান্ডমাস্টার ছাড়া অংশগ্রহণ করেছিল। 
জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন ওয়াদিফা। কখনো এককভাবে আবার কখনো লঙ্কান দাবাড়ু ওশিনির সঙ্গে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিলেন। শেষ রাউন্ডে ড্র করলেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের সুযোগ ছিল তার। গতকাল বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদের সঙ্গে ড্র করে সেই সুযোগটা লুফে নেন ওয়াদিফা। নিয়ম অনুযায়ী, এশিয়ান জোনালে ফিদে মাস্টারদের কেউ চ্যাম্পিয়ন হলে সরাসরি মহিলা আন্তর্জাতিক মাস্টার খেতাব মেলে। এ জন্য নর্ম পূরণের শর্ত থাকে না। আবার রেটিংও ২২০০ এর পরিবর্তে ২০০০ হলেই হয়। ওয়াদিফার রেটিং এখন ২০৯১। সেক্ষেত্রে তার মহিলা আন্তর্জাতিক মাস্টার হওয়ার পথে কোনো বাধা রইল না। ১৯৮৫ সালে প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন রাণী হামিদ। এরপর দাবার এই খেতাব পান শামীমা সুলতানা লিজা। দেশের তৃতীয় আন্তর্জাতিক মহিলা মাস্টার হিসেবে এই তালিকায় নাম লেখান শিরিন সুলতানা। বাংলাদেশের প্রথম তিনজন নারী মহিলা আন্তর্জাতিক মাস্টার গ্র্যান্ডমাস্টার হতে পারেননি সেই অভাব ঘুচতে চান দশম শ্রেণির শিক্ষার্থী ওয়াদিফা আহমেদ। তিনি বলেন,‘আমার প্রাথমিক লক্ষ্য দেশের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার হওয়া। এর পরের লক্ষ্য গ্র্যান্ডমাস্টার। আমি লক্ষ্যপূরণে শতভাগ চেষ্টা করবো।’ মহিলা গ্র্যান্ডমাস্টার হতে হলে ২৪০০ রেটিং ও তিনটি মহিলা গ্র্যান্ডমাস্টার নর্ম প্রয়োজন। গ্র্যান্ডমাস্টার হতে ২৫০০ রেটিং ও তিনটি গ্র্যান্ডমাস্টার নর্ম লাগে।  ওয়াদিফার বড় বোন ওয়ালিজাও দাবাড়ু। তারা দুই বোনই জুনিয়র মহিলা দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন সর্বশেষ দুই আসরে। বড় বোন ওয়ালিজার আগে ছোট বোন ওয়াদিফা মহিলা আন্তর্জাতিক মাস্টার হলেন। এদিকে নীড় বাংলাদেশের সম্ভাবনাময় দাবাড়ু। গত বছর জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মাস্টারের খেতাব অর্জন করেন এই দাবাড়ু। গ্র্যান্ডমাস্টার (জিএম) নিয়াজ মোর্শেদের চেয়ে কম বয়সে আইএম খেতাব পেয়েছেন নীড়। গত বছর তিনি হাঙ্গেরিতে অনুষ্ঠিত বিশ্ব দাবা অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন। বিশ্বকাপ দাবায় এটাই হবে তার প্রথম প্রতিনিধিত্ব। দুই সপ্তাহ আগে বিশ্ব জুনিয়র দাবায় মন্টেনিগ্রোতে নীড় ভালো করতে না পারলেও এশিয়ান জোনালে অবশ্য নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। টাইব্রেকিং পদ্ধতিতে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পুত্র ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া দ্বিতীয় ও লঙ্কান দাবাড়ু দিলশান হয়েছেন তৃতীয়। দ্বিতীয় হওয়ায় একটি আন্তর্জাতিক মাস্টার নর্ম পেয়েছেন তাহসিন।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status