ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচ থেকে ছিটকে গিয়ে যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৫, বুধবার
mzamin

বেশ কিছুদিন ধরেই আলোচনায় লিওনেল মেসির চোট প্রসঙ্গ। তবে এবারের খবরটা আর্জেন্টিনা ভক্তদের জন্য একটু মন খারাপেরই বটে। মেসিকে ছাড়াই আগামী দুই ম্যাচ খেলতে হবে আলবিসেলেস্তেদের। চলতি মাসেই ২০২৬ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সোমবার প্রকাশিত লিওনেল স্কালোনির ২৫ জনের স্কোয়াডে নেই মেসির নাম। আমেরিকান মেজর লীগ সকারে (এমএলএস) ৪ ম্যাচ পর শুরুর একাদশে খেলেন আর্জেন্টাইন মহাতারকা। দুই সপ্তাহে টানা ৩ ম্যাচে বাইরে ও এক ম্যাচে বদলি হিসেবে খেলার কারণ ছিল পেশির অবসাদ। তবে সেসব শঙ্কা উড়িয়ে দিয়ে সোমবারই একাদশে ফিরে চোখ ধাঁধানো এক গোল করেন এই আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। দলও জিতে যায় ২-১ গোলে। তবে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষেই যে চোট পেলেন, সেটিই দাঁড়ালো কাল হয়ে। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের সূত্র দিয়ে বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, বাংলাদেশ সময় সোমবার ভোরে এমএলএস-এ জয়ী ম্যাচে বাঁ উরুতে ব্যথা পান মেসি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মেসির উরুর মাংসপেশিতে টান লেগেছে। সুস্থ হয়ে উঠতে তিনি আমেরিকাতেই থাকবেন। তবে বিশ্বকাপজয়ী অধিনায়কের অনুপস্থিতির কারণ জানানো হয়নি আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে। এর আগে ২রা মার্চ স্কালোনির ঘোষিত প্রাথমিক স্কোয়াডে ছিলেন মেসি। তখনও কিছু সমস্যায় ভুগছিলেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার। গত সেপ্টেম্বরেও চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ের দু’টি ম্যাচ খেলতে পারেননি তিনি। এবার মেসির পাশাপাশি আর্জেন্টিনাকে খেলতে হবে পাউলো দিবালা, গঞ্জালো মন্তিয়েল ও লো সোলসোকে ছাড়া। দিবালা ও মন্তিয়েল ভুগছেন চোটে। একই কারণে আগে থেকেই নেই লিসান্দ্রো মার্টিনেজ। সেলসোর জায়গা হয়নি ট্যাকটিক্যাল কারণে। 
দল থেকে ছিটকে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন মেসি নিজেও। তবে দলে না থাকলেও দূর থেকে দলকে সমর্থন দিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি, ‘জাতীয় দলের হয়ে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দু’টি খুবই বিশেষ ম্যাচ খেলতে না পারা দুঃখজনক। বরাবরের মতো আমি সেখানে থাকতে চেয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তে একটি ছোট চোট আবার আমাকে খেলা থেকে বিরতি নিতে বাধ্য করেছে। দল থেকে আমাকে ছিটকে দিয়েছে। আমি এখান থেকেই দলকে উৎসাহ দেবো এবং অন্য আরেকজন ভক্তের মতো দলকে সমর্থন দেবো।’ আর্জেন্টাইনদের প্রাথমিক দল থেকে বাদ গেছেন আলেহান্দ্রো গার্নাচো, ক্লদিউ এচেভরি, ফ্রান্সিস্কো ওর্তেগা। বাংলাদেশি সময় আগামী শনিবার ভোরে মন্টেভিডিওতে উরুগুয়ের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। তিন দিন পর ঘরের মাঠ বুয়েনস আয়ার্সে লড়াইটা চিরপ্রতিদ্বন্দ্বী সেলেসাওদের বিপক্ষে। দক্ষিণ আমেরিকান বাছাইয়ে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে সবার উপরে আর্জেন্টিনা। সমানসংখ্যক ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে ব্রাজিল। পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে সরাসরি ২০২৬ বিশ্বকাপ খেলার টিকিট কাটবে। সপ্তম দলকে ডিঙিয়ে আসতে হবে প্লে অফ পর্ব।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status