ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

প্রতিশোধ আর প্রত্যাবর্তন বুঝি একেই বলে

স্পোর্টস ডেস্ক

(১ মাস আগে) ১৭ মার্চ ২০২৫, সোমবার, ১১:৫৪ পূর্বাহ্ন

mzamin

ম্যাচের ৭০তম মিনিটে দ্বিতীয় গোলটি করল অ্যাটলেটিকো মাদ্রিদ। ততক্ষণে ঘরের মাঠে স্বাগতিকরা এগিয়ে গেছে ২-০ গোলে। স্বভাবতই উল্লাসে ফেটে পড়ল রিয়াদ এয়ার মেট্রোপলিটানো। তবে ক্লাবটা যখন বার্সেলোনা, তখন শেষটা এত সহজেই হলো না। নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা ৮ মিনিট শেষে কাতালানদের স্কোরলাইন ৪-২। স্প্যানিশ লা লিগায় রোববার কামব্যাক বা ঘুরে দাঁড়ানোর আক্ষরিক অর্থটাই দেখালো বার্সেলোনা। আগের ম্যাচের প্রতিশোধটাও নিয়ে নিল গুনে গুনে। এরই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা ফের দখলে নিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা।

চলতি মৌসুমে অ্যাটলেটিকোর সঙ্গে আগের দু’বারের দেখায় জয়হীন ছিল বার্সা। গত ডিসেম্বরে ঘরের মাঠে এগিয়ে থেকেও শেষপর্যন্ত হারে ২-১ গোলে। সেবার ৯৬তম মিনিটে জয়সূচক গোলটি করেন অ্যালেক্সান্ডার সরলথ। আর গত মাসে কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে দু’দল ড্র করে ৪-৪ গোলে। এবার তৃতীয় দেখায় যেন সেই প্রথম ম্যাচের প্রতিশোধটাই নিলো সফরকারীরা। স্বাগতিক অ্যাটলেটিকো মাদ্রিদ ৭টির মধ্যে লক্ষ্যে রাখতে পারে ২টি শট। অন্যদিকে ১৩টি শটের মধ্যে বার্সার লক্ষ্যে থাকে ৬টি। বিরতির বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে দলকে এগিয়ে নেন হুলিয়ান আলভারেজ। মাঠে ফিরে গোলের জন্য ধুঁকতে থাকা বার্সেলোনা আরেকটি ধাক্কা খায় ৭০তম মিনিটে।

স্বাগতিকদের হয়ে দ্বিতীয় গোলটি করে বসেন লা লিগায় আগের দেখায় জয়ের নায়ক সরলথ। এ নিয়ে বার্সার বিপক্ষে টানা ৬ ম্যাচে গোল পেলেন এই নরওয়েইয়ান স্ট্রাইকার। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন সরলথ। প্রথম জনের নামটা অনুমিত, রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি মৌসুমে বদলি হিসেবে নেমে মোট ৮ গোল করলেন এই ২৯ বছর বয়সী ফুটবলার, যা কিনা ইউরোপের শীর্ষ ৫ লীগের মধ্যে সর্বোচ্চ। তবে এরপর থেকেই পাল্টে যায় দৃশ্যপট। ৭২ থেকে ৭৮তম মিনিটের মধ্যেই দুই গোল করে সমতায় চলে আসে সফরকারীরা। গোল দু’টি করেন রবার্ট লেভানদোভস্কি ও ফেরান তোরেস।

নির্ধারিত সময় শেষে ৯২ ও ৯৮তম মিনিটে আরও দুই গোল করে কাতালুনিয়ানরা। লক্ষ্যভেদ করেন লামিন ইয়ামাল এবং তোরেস। এদিনের জয়ের পর চলতি বছরে ইউরোপের টপ ফ্লাইট লীগগুলোতে এখনও অপরাজিত একমাত্র দল বার্সেলোনা। ১৮ ম্যাচে ১৫টিতে জয়ের সঙ্গে ড্র হয়েছে বাকি ৩ ম্যাচ। এই দৌড়ে বার্সা গোল করেছে ৬০টি। এদিনের ম্যাচে ব্লুগ্রানারা কীর্তি গড়েছে আরেকটি। লা লিগায় এই শতকে প্রথমবারের মতো দুই গোলে পিছিয়ে থেকেও শেষ ২০ মিনিটে প্রত্যাবর্তনের রূপকথা লিখেছে কাতালান ক্লাবটি।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status