খেলা
অনিশ্চিত ছাংতে মহড়া শুরু সুনীলদের
স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৫, সোমবারপ্রথমবার মেঘালয়ের রাজধানী শিলংয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত। আগামী ২৫শে মার্চ এশিয়ান কাপের বাছাই পর্বে ওই ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ বাংলাদেশ। এই ম্যাচের জন্য অবসর ভেঙে ফিরেছেন সুনীল ছেত্রী। ৪০ বছরের এই তারকা ফিরে আসায় তাকে নিয়ে আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। দর্শকরা সাক্ষী থাকতে চলেছেন সুনীলের ‘দ্বিতীয় অভিষেক’-এর। শুধু সুনীলকে নিয়ে উন্মাদনাই নয়, আতসিকাঁচের নিচে থাকবেন কোচ মানোলো মার্কোজও। জুলাইয়ে দায়িত্ব নিলেও এখনও জয়ের মুখ দেখেননি এই স্প্যানিশ কোচ। তার অধীনে খেলা চার ম্যাচের দুটিতে হেরেছে দুটিতে ড্র করেছে ভারত। ভারত এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের আগে প্রস্তুতি ম্যাচে বুধবার মুখোমুখি হবে মলদ্বীপের। ভারতীয় কোচ স্পষ্ট জানিয়েছেন, তার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল পাওয়া। যে জন্য তিনি সুনীলকে দলে ফিরিয়েছেন। ভারতের গনমাধ্যমকে তিনি বলেন, ‘আইএসএলে ভারতীয়দের মধ্যে সুনীল সবচেয়ে বেশি গোল করেছেন। আমাদের এমন ফুটবলার চাই যারা গোল করবে। এই মুহূর্তে আমার কছে ফলাফল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’ মার্কোজের দায়িত্ব নেয়ার পরে চার ম্যাচে মাত্র দু’টি গোল করতে পেরেছে ভারত। যার মধ্যে একটি এসেছে সেট-পিস থেকে। যা চিন্তায় ফেলেছে স্বয়ং ভারতীয় কোচকেও। আরও বড় ধাক্কা জাতীয় শিবিরে চোটের কারণে লালিয়ানজুয়ালা ছাংতের যোগ না দেয়া। বাংলাদেশের বিপক্ষে তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রেয়েছে। শুক্রবার শিলংয়ে পৌছেছে ভারতীয় দল। গতকাল শিলং পৌঁছেছে মালদ্বীপ ফুটবল দল। বাংলাদেশ ম্যাচের আগে ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্ঘান বলেন, ‘আমরা শিলংয়ে প্রথম বার জাতীয় দলের জার্সিতে নামব। মেঘালয়ের ফুটবল সংস্কৃতি অতুলনীয়। আমরা সেটা জয় দিয়েই উদযাপন করতে চাই।’ ৩১ বছরের ডিফেন্ডার চলতি মৌসুমে আইএসএলে এফসি গোয়ার জার্সিতে দারুণ ভাবে নিজেকে মেলে ধরেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ম্যাচে জয় পাওয়াই প্রাথমিক লক্ষ্য। ১০ দিনের প্রস্তুতি পর্ব যথেষ্ট সাহায্য করবে। আমাদের লক্ষ্য, দু’ম্যাচেই গোল না খেয়ে জয় তুলে নেওয়া।’