খেলা
অ্যাটলেটিকোর সঙ্গে লড়াইটা কঠিন হলেও প্রস্তুত হান্সি ফ্লিক
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ১৬ মার্চ ২০২৫, রবিবার, ৪:০২ অপরাহ্ন

স্প্যানিশ লা লিগায় আজ মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা। চলতি মৌসুমে আগের দু’বারের দেখায় জয়ের মুখ দেখেনি কাতালানরা। আজ অ্যাটলেটির মাঠে জিতে তালিকার শীর্ষে ফিরতে শতভাগ প্রস্তুত বার্সা। আগের ম্যাচগুলোর শিক্ষা কাজে লাগাতে চান কোচ হান্সি ফ্লিক।
অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চলতি মৌসুমে এ পর্যন্ত দু’বার দেখা হয় বার্সেলোনার। লা লিগায় গত ডিসেম্বরে ২-১ গোলে হারে কাতালানরা। ম্যাচটিতে প্রথমার্ধে এগিয়ে থাকলেও পরে রদ্রিগো ডি পল ও অ্যালেক্সান্ডার সরলথের গোলে জিতে যায় অ্যাটলেটিকো। এরপর গত মাসে কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে ৪-৪ গোলে ম্যাচ ড্র করে দু’দল। লা লিগায় মৌসুমের দ্বিতীয়বারের দেখায় আজ রাতে রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে নামবে দিয়েগো সিমিওনে ও ফ্লিকের শিষ্যরা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বার্সা বস আগের ম্যাচ নিয়ে বলেন, ‘আমি মনে করি, আমরা (অ্যাটলেটিকোর বিপক্ষে) দুর্দান্ত দু’টি ম্যাচ খেলেছি। আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে হবে। প্রথম ম্যাচের পর আমরা যতটা চেয়েছি, ততটা মনোযোগী ছিলাম না। আর দ্বিতীয় ম্যাচে শুরুতেও না, শেষেও না। এখান থেকেই আমাদের শিখতে হবে।’ যদি ভুল করেন তবে অ্যাটলেটিকো সেই ভুলের মাশুল দিতে বাধ্য করবে। তবে দল শতভাগ প্রস্তুত জানিয়ে ফ্লিক যোগ করেন, ‘আমি দলকে আগামীকালের (আজ) ম্যাচ নিয়ে খুব মনোযোগী দেখতে পাচ্ছি। ম্যাচটির জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আগামীকাল (আজ) লড়াইটা কঠিন হবে, খুব কঠিন। কিন্তু আমরা প্রস্তুত।’
আজকের প্রতিদ্বন্দ্বীতা শেষে আগামী ২রা এপ্রিল কোপা দেল রে’র সেমির ফিরতে লেগে মাঠে নামবে দু’দল। স্প্যানিশ লা লিগায় গতকাল জিতে ২৮ ম্যাচে ৬০ পয়েন্টে তালিকার সবার উপরে জায়গা করেছে রিয়াল মাদ্রিদ। তবে ৫৭ পয়েন্টে দুইয়ে থাকা বার্সা দু’টি ম্যাচ কম খেলেছে রিয়ালের চেয়ে। ২৭ ম্যাচে কাতালানদের চেয়ে এক পয়েন্ট কমে তিনে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।