ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

নিউজিল্যান্ডের মাটিতে রেকর্ড সর্বনিম্ন রান পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক

(১ মাস আগে) ১৬ মার্চ ২০২৫, রবিবার, ১:০৮ অপরাহ্ন

mzamin

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে ছাড়াই টি-টোয়েন্টিতে নতুন শুরুর লক্ষ্যে মাঠে নামে পাকিস্তান। তবে সেই তথাকথিত নবযুগের প্রথম ম্যাচেই পাকিস্তান গড়ল বিব্রতকর রেকর্ড। ক্রাইস্টচার্চে আজ আগে ব্যাট করতে নেমে ৯১ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। এটি কিউইদের মাটিতে টি-টোয়েন্টি সংস্করণে পাকিস্তানের সর্বনিম্ন রান। রান তাড়ায় ১০.১ ওভারে ৯ উইকেট হাতে রেখে জিতে যায় নিউজিল্যান্ড। ৫ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে তারুন্যনির্ভর দল নিয়ে নেতৃত্ব দেন সালমান আলী আগা। ঘরের মাঠে টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অধিনায়ক মিচেল ব্রেসওয়েল। ক্রিজে এসেই বিপর্যস্ত সফরকারীরা। বাবর ও রিজওয়ানের জায়গায় আজ ওপেন করেন মোহাম্মদ হারিস ও অভিষেক ম্যাচে খেলতে নামা হাসান নওয়াজ। ইনিংসের দ্বিতীয় ওভারে পাকিস্তানের এই দুই উইকেট যখন নেই, তখনও দলের খাতা যোগ হয়নি কোনো রান। পরের তিন ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১১ রান। খুশদিল শাহকে নিয়ে তিনে নামা অধিনায়ক সালমান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। এদিনের সর্বোচ্চ ৪৬ রানের জুটি গড়ে ব্যক্তিগত ১৮ রানে আউট হন সালমান। ব্যক্তিগত সর্বোচ্চ ৩২ রান করে সাজঘরে ফেরেন খুশদিল। এদিন আর দুই অঙ্কের রান ছুঁতে পারেন কেবল জাহানদাদ খান (১৭)। 

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ৩.৪ ওভার করা জ্যাকব ডাফি। ৩ উইকেট নেন কাইল জেমিসন ও ২টি নেন ইশ সোধি। এত কম পুঁজি নিয়ে নিউজিল্যান্ডের সঙ্গে টক্কর দেয়াটা খুবই কঠিন কাজ। দেখাও গেলো তাই। আইপিএল সূচির কারণে অভিজ্ঞ বেশ কয়েকজন সিরিজে না থাকলেও এই কম রানের তাড়ায় মোটেই বেগ পেতে হয়নি কিউদের। দলের দুই ওপেনার টিম সাইফার্ট ও ফিন অ্যালেন ৫.৫ ওভারেই তুলে ফেলেন ৫৩ রান। ২৯ বলে ব্যক্তিগত ৪৪ রানে আউট হন সাইফার্ট। টিম রবিনসনকে নিয়ে বাকি কাজটা সেরে ফেলেন অ্যালেন। ১৭ বলে ব্যক্তিগত ২৯ রানে অপরাজিত থাকেন এই ডানহাতি ব্যাটার। ব্যক্তিগত ১৮ রানে ক্রিজের অপর প্রান্তে থাকেন রবিনসন।

 স্রেফ ৮ রান খরচে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা জেমিসন। টি-টোয়েন্টি সিরিজের পরবর্তী ম্যাচটি ১৮ই মার্চ। একই মাঠে একই দিন আগের ম্যাচে জয় তুলে নেয় নিউজিল্যান্ডের মেয়েরাও। শ্রীলঙ্কাকে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হারায় কিউইরা। শ্রীলঙ্কানদের ১১৩ রানের লক্ষ্যে ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড নারী দল।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status