খেলা
‘আরেকটি যুদ্ধজয়’ রোনালদোর চটেছেন ভক্তরা
স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৫, রবিবার
বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একের পর এক গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার সৌদি প্রো লীগেও আল খুলুদের বিপক্ষে ৩-১ গোলের জয়ের দিন গোলের উদ্বোধন করেন এই পর্তুগিজ মহাতারকাই। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে এটিকে ‘যুদ্ধজয়’ বলে আখ্যা দেন আল নাসর ফরোয়ার্ড। তবে ম্যাচের ৩০ মিনিট বাকি থাকতেই তাকে তুলে নেয়ায় সমালোচনার ঝড় তুলেছে রোনালদোর ভক্ত-সমর্থকেরা। আল আওয়াল পার্কে ম্যাচের চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে নেন রোনালদো। মাঠের বাঁ প্রান্ত ধরে আক্রমণে গিয়ে জন দুরানকে বল ঠেলে দেন সাদিও মানে। কলম্বিয়ান ফরোয়ার্ডের শট বারে লেগে ফিরে আসলে বল পেয়ে যান রোনালদো। গোলকিপার ও দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল জালে জড়ান এই পর্তুগিজ ফরোয়ার্ড। এ নিয়ে আল নাসরের হয়ে শেষ ৩ ম্যাচেই গোল করলেন দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। পরে গোল করেন মানে ও দুরান। আল খুলুদের একটি গোল ছিল আত্মঘাতী। ম্যাচ শেষে দলকে পয়েন্ট টেবিলের তিনে উঠিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রোনালদো লেখেন, ‘আরেকটি যুদ্ধজয়। চলো এগিয়ে যাই। তবে মন ভরেনি রোনালদোর। কোচ স্তেফান পিওলি ৬০ মিনিটে তাকে তুলে নেয়ায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়নি এই ৪০ বছর বয়সী ফুটবলারের থেকে। বদলির পর এ অসন্তুষ্টি তার শরীরের ভাষায় বুঝা যায়। টাচলাইন পেরিয়ে আর ডাগ আউটে বসেননি রোনালদো, বিড়বিড় করে পিওলিকে কিছু একটা বলে চলে যান টানেলের ভেতর। কারণটা হয়তো সবার অনুমান করতে পারারই কথা। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ১০০০তম গোলে মাইলফলকের লক্ষ্যে ছুটছেন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি এই ফুটবলার। তার গোল হয়েছে ৯২৮টি, দরকার আরও ৭২টি। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছে রোনলাদোর ভক্ত-সমর্থকেরাও। তেমনই এক সমর্থক এক্সে লেখেন, ‘রোনালদো ১০০০ গোল করুক, সেটি পিওলি চান না।’ অনেকে আবার তাকে ‘নিউ টেন হ্যাগ’ বলেও আখ্যা দিচ্ছেন। তবে কোচের কিছুই করার ছিল না। কেননা ৫৬তম মিনিটে ডিফেন্ডার নাওয়াফ বোশাল লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় নাসর। তখন দল এগিয়ে ৩-০ গোলে। অতিরিক্ত ঝুঁকি না নিতে রোনালদোকে তুলে আরেক উইঙ্গার আইমান ইয়াহায়াকে নামান পিওলি।আক্রমণভাগের খেলোয়াড় হলেও রক্ষণের কাজটাও বেশ ভালোই করতে পারেন আইমান। যদিও একই রাতে সুসংবাদ পান রোনালদো। আসন্ন ন্যাশনস লীগের কোয়ার্টার ফাইনালের জন্য পর্তুগাল দলে ডাক পেয়েছেন তিনি। আগামী ২০ ও ২৩শে মার্চ ম্যাচ দু’টিতে পর্তুগিজদের প্রতিপক্ষ ডেনমার্ক।