ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

ছিটকে গিয়ে নেইমার

সবচেয়ে গুরুত্বপূর্ণ জার্সিটি এখনই পরতে পারবো না

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৫, রবিবার
mzamin

আবারো দুঃসংবাদ দিলেন নেইমার জুনিয়র। এক বছরের বেশি সময় পর চোট কাটিয়ে ডাক পান ব্রাজিল দলে। ব্রাজিলিয়ান এই মহাতারকা অপেক্ষায় ছিলেন আরেকবার হলুদ জার্সি গায়ে চাপানোর। তবে ফের চোটে পড়ে বিশ্বকাপ বাছাইপর্বের আগামী দুই ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে দলে ঢুকেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এন্ড্রিক। দল থেকে বাদ পড়ে হতাশা প্রকাশ করেছেন নেইমার। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) শুক্রবার জানায় যে, চোটের কারণে দলে রাখা হচ্ছে না নেইমারকে। একই কারণে ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির গোলকিপার এদেরসন এবং ফ্ল্যামেঙ্গোর দানিলোও। সিবিএফের সেই বিবৃতিতে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র বলেন, ‘দল ঘোষণার পর ব্রাজিল জাতীয় দলের মেডিকেল বিভাগ আমাদের সব খেলোয়াড়, বিশেষ করে ফ্ল্যামেঙ্গোর দানিলো, সান্তোসের নেইমার ও ম্যানচেস্টার সিটির এসেরসনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর জানাচ্ছিল। সব যাচাই-বাছাই করে তাদের বদলে লুকাস পেরি, অ্যালেক্স সান্দ্রো ও এন্ড্রিককে দলে ডাকার সিদ্ধান্ত নেয়া হয়।’ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দু’টির প্রথমটিতে আগামী ২১শে মার্চ কলম্বিয়ার বিপক্ষে খেলবে সেলেসাওরা। আর্জেন্টিনার বিপক্ষে পরবর্তী ম্যাচটি ২৬শে মার্চ। ব্রাজিলের হয়ে সবশেষ ২০২৩-এর অক্টোবরে খেলেন নেইমার। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান এক বছরের বেশি সময়ের জন্য। সমপ্রতি শৈশবের ক্লাব সান্তোসে ফিরে দারুণ ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। ক্লাবটির হয়ে দেশের লীগে শেষ ৭ ম্যাচে গোল করেছেন ৩টি এবং অ্যাসিস্ট করেন আরও ৩টি। কিন্তু চলতি মাসের শুরুর দিকে ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোসের ২-০ গোলে জয়ের দিন পেশিতে চোট পান নেইমার। এরপরই ছিটকে গেলেন এই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। এ প্রসঙ্গে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে নেইমার লেখেন, ‘ব্রাজিলের জার্সিতে ফেরাটা খুব কাছে মনে হচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, আমি এখনই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জার্সিটি পড়তে পারব না। 
আমাদের অনেক দীর্ঘ আলোচনা হয়েছে এবং আমার ফেরার ইচ্ছার ব্যাপারে সবাই জানে। তবে কোনো ঝুঁকি না নিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠে যতটা সম্ভব ভালো প্রস্তুতি নেয়ার প্রসঙ্গে আমরা একমত হয়েছি।’ অন্যদিকে জাতীয় দলে জায়গা পেয়ে এন্ড্রিক বলেন, ‘আমি এ সবকিছুর অংশ হতে পেরে খুব খুশি... বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে বিশ্বের সেরা দলে থাকতে পারাটা খুব অসাধারণ একটি অনুভূতি।’ বিশ্বকাপ বাছাইয়ে এমনিতে খুব ভালো অবস্থানে নেই ব্রাজিলিয়ানরা। দক্ষিণ আমেরিকান অঞ্চলের (কনমেবল) বাছাইপর্বে ১২ রাউন্ড শেষে ১৮ পয়েন্টে তালিকার পাঁচে আছে সেলেসাওরা। পরবর্তী দুই ম্যাচের প্রতিপক্ষ কলম্বিয়া ও 
আর্জেন্টিনা দু’দলই এগিয়ে ব্রাজিলের চেয়ে। সেলেসাওদের চেয়ে এক 
পয়েন্ট বেশি নিয়ে চারে কলম্বিয়া। আর ২৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আলবিসেলেস্তেরা। ৬ গোল নিয়ে এখন পর্যন্ত প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা লিওনেল
মেসি।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status