খেলা
বাউন্ডারি থেকে এবার বক্স অফিসে ওয়ার্নার
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৪:০০ অপরাহ্ন

ডেভিড ওয়ার্নারের ভারতের প্রতি ভালোবাসার কথা তো সবারই জানা। ভারতীয় ক্রিকেট ভক্তদের মধ্যে রীতিমত জনপ্রিয় এই অস্ট্রেলিয়ান ব্যাটার। পুষ্পা সিনেমার ‘ঝুকেগা নাহি’ স্টাইলে মাঠেই করেছেন উদযাপন। নিজের মেয়েদের সঙ্গেও সামাজিক যোগাযোগমাধ্যমে হেঁটেছেন ‘শ্রীবল্লি’ গানের মতো খুড়িয়ে। ভারতীয়দের মন জিতে এবার বলিউডেও পা রাখলেন এই অজি ক্রিকেটার। তেলেগু সিনেমা ‘রবিনহুড’ -এ দেখা যাবে ওয়ার্নারকে, জানালেন নিজেই।
চলতি মাসের শুরুর দিকে ভারতের প্রযোজক রবি শংকর জানান রবিনহুড সিনেমায় ওয়ার্নারের অভিনয়ের কথা। আজ মুক্তি পেয়েছে সিনেমাটির পোস্টার। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তিকে দেখে বুঝার উপায় নেই যে তিনি পেশাদার কোনো অভিনেতা নন। তাকে স্বাগত জানিয়ে পোস্টারে লেখা হয়েছে, ‘বাউন্ডারি থেকে বক্স অফিস, ভারতীয় সিনেমায় স্বাগতম।’ এটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করে ওয়ার্নার লিখেছেন, ‘ভারতীয় সিনেমা, আমি আসছি। রবিনহুডের অংশ হতে পেরে রোমাঞ্চিত। এই সিনেমার শুটিং অনেক উপভোগ করেছি।’ আগামী ২৮শে মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি, যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তেলেগু হিরো নিতিন। সিনেমাটির পরিচালক ভেঙ্কি কুদুমুলার। যদিও ভারতীয় সিনেমার অভিনয় করা ডেভিড ওয়ার্নারই প্রথম নন। এর আগে ২০১৬তে ‘আনইন্ডিয়ান’ সিনেমায় অভিনয় করেন দেশটির কিংবদন্তি পেসার ব্রেট লি।