খেলা
ইমরান খানকে স্মরণ করে বিপাকে আমের জামাল, জরিমানা ১৩ লাখ রূপি
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩:৪৪ অপরাহ্ন

বর্তমানে কারাবাস করছেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে তাকে সম্মান জানাতে গিয়ে জরিমানার মুখে পড়েছেন পাকিস্তানি ক্রিকেটার আমের জামাল। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের সময় ‘৮০৪’ লেখা সংবলিত টেস্ট ক্যাপ পড়ে নামেন এই অলরাউন্ডার ক্রিকেটার। আচরণবিধি লঙ্ঘনের দায়ে দলের আট ক্রিকেটারকে মোট ৩০ লাখ রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), এর মধ্যে জামালেরই গুনতে হবে প্রায় ১৩ লাখ রুপি।
পাকিস্তানের জিও নিউজের খবরে জানানো হয়, রাজনৈতিক স্লোগান লেখা টুপি পরিধান করায় জরিমানা করা হয়েছে জামালকে। ২০২৪-এর অক্টোবরে পাকিস্তান-ইংল্যান্ডের সিরিজের প্রথম টেস্টে মুলতানে সেই টুপি পড়ে সম্প্রচার ক্যামেরা সামনে কথা বলেন জামাল। এটিকে বোর্ডের ‘নিরপেক্ষতা নীতি’র লঙ্ঘন হিসেবে দেখেছে পিসিবি। রাজনৈতিক স্লোগানের ব্যাপারে জিও নিউজ কিছু না জানালেও এর ব্যাখ্যা দিয়েছে ‘ডায়ালগ পাকিস্তান’। নাগরিক সাংবাদিকতার পোর্টাল হিসেবে পরিচয় দেয়া মাধ্যমটি জানায়, জামাল সেদিন যে টুপিটি পড়ে এসেছিলেন, তাতে ‘৮০৪’ লেখা ছিল, যা কী না পাকিস্তানের প্রেক্ষাপটে সরাসরি ইমরান খানের সঙ্গে জড়িত।
উল্লেখ্য, ২০২৩-এর মে মাস থেকে কারাগারে আছেন ইমরান। চলতি বছরের জানুয়ারিতে একটি দুর্নীতি মামলায় তার ১৪ বছরের সাজা হয়েছে। জামালের পাশাপাশি আরও ৭ ক্রিকেটার রয়েছে জরিমানার তালিকায়। এর মধ্যে তিনজনকে জরিমানা করা হয়েছে ৫ লাখ রূপি করে। নাম প্রকাশ না করা এই তিনজন নভেম্বরে দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে টিম হোটেলে দেরিতে ফেরেন। এছাড়াও বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরের সময় অনিয়মের দায়ে জরিমানার খড়গ নেমেছে সালমান আলী আগা, সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক ও আব্বাস আফ্রিদির ওপর।