ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী: ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের নেতা আবু খাদিজা নিহত

মানবজমিন ডিজিটাল

(১ মাস আগে) ১৫ মার্চ ২০২৫, শনিবার, ২:৫২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

ইরাকে নিহত ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের প্রধান আবদাল্লা মাক্কি মুসলি আল-রাফা। আবু খাদিজা নামেই পরিচিত ছিলেন তিনি। আমেরিকার নেতৃত্বাধীন যৌথ বাহিনী এবং ইরাকের গোয়েন্দা সংস্থার সম্মিলিত এক অপারেশনে তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহম্মদ শিয়া আল-সুদানি। প্রধানমন্ত্রীর মতে আবু খাদিজা, ‘ইরাক এবং বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসীদের একজন হিসাবে বিবেচিত হত’।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমাদের নির্ভীক যোদ্ধারা তাকে খতম করেছে।’ ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্স-এ একটি এয়ার  স্ট্রাইকের ভিডিও পোস্ট করেছে। যা বৃহস্পতিবার ইরাকের পশ্চিম আল আনবার প্রদেশে চালানো হয়েছিল বলে জানা গেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড বলেছে -আবদাল্লা মাক্কি মুসলি আল-রাফা বা আবু খাদিজা আইএসের সবচেয়ে সিনিয়র সিদ্ধান্ত গ্রহণকারীদের  প্রধান ছিলেন এবং বিশ্বব্যাপী আইএস দ্বারা পরিচালিত অপারেশন, লজিস্টিক এবং পরিকল্পনার নেতৃত্বে ছিলেন। পাশাপাশি আইএসের আর্থিক মদত সংক্রান্ত বিষয়েও তার বিরাট অবদান ছিল। 

ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘ইরাকি সরকার এবং কুর্দি আঞ্চলিক সরকারের সমন্বয়ে আইএসআইএসের অন্য সদস্যের সাথে আবু খাদিজার দুর্বিষহ জীবন শেষ করা হয়েছে। শক্তির মাধ্যমে শান্তি!’

আল-রিফাকে অন্য একজন আইএস অপারেটিভের সাথে মৃত অবস্থায় পাওয়া গেছে। জানা গিয়েছে, দুজনেরই পরনে ছিল ‘সুইসাইড ভেস্ট’। সঙ্গে ছিল প্রচুর অস্ত্রশস্ত্র। পরে ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত করা হয় নিকেশ হওয়াদের পরিচয়। জেনারেল মাইকেল এরিক কুরিল্লা বলেছেন, ‘আবু খাদিজা সমগ্র বিশ্বব্যাপী আইএস সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। আমরা সন্ত্রাসীদের এভাবেই খতম করে যাব এবং তাদের সংগঠনগুলোকে ভেঙে দেব যেগুলো আমাদের মাতৃভূমি,  যুক্তরাষ্ট্র, মিত্র এবং অংশীদারদের এই অঞ্চলে এবং এর বাইরে হুমকির মুখে ফেলবে।’

সূত্র : বিবিসি

পাঠকের মতামত

মুসলিম হলেই বিশ্ব সন্ত্রাসী। যেখানে ট্রাম্প এর টনক নড়ে

Abdullah
১৫ মার্চ ২০২৫, শনিবার, ৭:৪৬ অপরাহ্ন

মুসলিম হইলেই টেররিশট ? সব আমেরিকার ভাউতাবাজি

Samiran Arku Tapas
১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩:৩৬ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status