খেলা
তৃতীয় ওয়ানডে খেলবেন মোস্তাফিজ
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ৭ আগস্ট ২০২২, রবিবার, ১:২৫ অপরাহ্ন

চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। এই ম্যাচে বিশ্রামে থাকলেও সিরিজের শেষ ম্যাচ খেলবেন কাটার মাস্টার। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ফিজিও মোজাদ্দেদ আলফা সানি। শনিবার রাতে এক ভিডিও বার্তায় ফিজিও সানি বলেন, ‘কালকের ম্যাচে (দ্বিতীয়) শরিফুল ও মুশফিক ভাই আছেন। মোস্তাফিজকে কালকের ম্যাচে বিশ্রাম দেয়া হবে। পরের ম্যাচে তিনি খেলতে পারবেন।’
গোড়ালির ইনজুরিতে ভুগছেন মোস্তাফিজ। প্রথম ওয়ানডেতে আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহীম। সেই ম্যাচে চোট পান শরিফুল ইসলামও। একবার স্ট্রেচারে করে উঠে গিয়ে ফিরে আসলেও আবার মাঠ ছাড়তে হয় তাকে। চোট গুরুতর না হওয়ায় দুই খেলোয়াড়কে নিয়েই লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। ভিডিও বার্তায় ফিজিও সানি বলেন, ‘আজ (গতকাল) মুশফিক, শরিফুল ও মোস্তাফিজকে পর্যবেক্ষণ করেছি। মুশফিকের হাতে আমরা কোনো চিড় পাইনি, সফট টিস্যু আছে। শরিফুলের বড় ধরনের কিছু পাইনি আমরা। মোস্তাফিজের এমআরআইতেও খারাপ কিছু আসেনি।’
চোট সমস্যায় জর্জরিত বাংলাদেশ। একের পর এক চোট বাড়ছে স্কোয়াডে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ইনজুরিতে পড়েন টাইগার অধিনায়ক নুরুল হাসান সোহান। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন লিটন দাস। টাইগার ব্যাটারের পুরোপুরি সুস্থ হতে ৪-৫ সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে বিসিবি। যাতে এশিয়া কাপেও লিটনের উপস্থিতি নিয়ে শঙ্কা জেগেছে। আগামী ২৭শে আগস্ট থেকে শুরু হবে এবারের আসর। তার আগে আগামীকালের (৮ই আগস্ট) মধ্যে দল ঘোষণার করতে হবে বাংলাদেশকে।