ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

সাতদিনের মধ্যেই আছিয়ার ধর্ষকদের বিচার করতে হবে

মাগুরা প্রতিনিধি
১৫ মার্চ ২০২৫, শনিবার
mzamin

মাগুরায় তথ্য প্রমাণ থাকায় সাতদিনের মধ্যেই আছিয়ার ধর্ষকদের প্রকাশ্যে বিচার করার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। গতকাল সকালে

শিশু আছিয়ার মাগুরা শ্রীপুরের জারিয়া গ্রামের বাড়িতে তার মাকে সান্ত্বনা দিতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি বলেন, বিগত সরকারের সময় ধর্ষকদের বিচার না করে পুরস্কার দেয়া হয়েছে। ফলে দেশে বিচারহীনতার সংস্কৃতি ছিল। 

এ সময় আছিয়ার পরিবারকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন আফরোজা আব্বাস। তার সঙ্গে ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাবেক এমপি এডভোকেট নেওয়া হালিমা আরলী, মাগুরা জেলা বিএনপি’র সদস্য সচিব মনোয়ার হোসেন খান, মাগুরা জেলা মহিলা দলের সভানেত্রী উম্মে কুলসুম উর্মি প্রমুখ।

এ ছাড়া আছিয়ার পরিবারকে সান্ত্বনা ও সহমর্মিতা জানাতে সকাল থেকেই তার বাড়িতে ভিড় জমতে থাকে। বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকেও করা হয়েছে মানববন্ধন ও মৌন মিছিল। সাধারণ মানুষ ঘৃণিত এই কর্মকাণ্ডের জন্য ক্ষোভে ফুঁসছেন বিচারের দাবিতে। সাধারণ মানুষের চাওয়া  অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি।
এদিকে আছিয়ার দাফনের একদিন পরও শোকে স্তব্ধ গ্রামবাসী ও তার পরিবার। তার এমন করুণ মৃত্যুর প্রতিবাদ ও বিচারের দাবি জানাচ্ছেন এলাকাবাসীসহ বিভিন্ন মঞ্চ ও প্ল্যাটফরম। তাদের একটাই দাবি অতিসত্বর সম্পন্ন করতে হবে বিচারকাজ। যাতে এমন নির্যাতনের শিকার আর কোনো শিশু বা নারী না হয়। এর আগে দীর্ঘ আটদিনের লড়াই আর অবর্ণনীয় যন্ত্রণা ভোগ করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান আছিয়া।

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status