বাংলারজমিন
লামায় ব্রিজ ভেঙে লক্ষাধিক মানুষের দুর্ভোগ
লামা (বান্দরবান) প্রতিনিধি
১৫ মার্চ ২০২৫, শনিবারবান্দরবানের লামা উপজেলায় ব্রিজ ভেঙে লক্ষাধিক মানুষের দুর্ভোগ পোহাচ্ছে। উপজেলার বৃহত্তর ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়ছনখোলা এলাকায় ৩৫ বছরের পুরনো ব্রিজের চারটি আরসিসি পিলার দেবে গেছে। ব্রিজটি কাত হয়ে বিশাল অংশ ফাঁটল ধরে খসে খসে পড়ছে বিশেষ অংশ। ভাঙন ও ফাঁটলের কারণে নাজুক অবস্থার মধ্যে ব্রিজটি এখন মরণফাঁদ।
জানা যায়, ব্রিজের পাশে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ব্রিজের নিচে পিলারের পাশে গর্ত হয়েছে। এতে অধিকাংশ পিলার নড়বড়ে হয়ে গেছ। যেকোনো সময় ধসে পড়তে পারে ব্রিজটি। উপজেলা প্রশাসন বলছে, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে একাধিকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বালু তুললে ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে এই নদী পানিতে কানায় কানায় ভরে ওঠে। আবার শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়। নদীতে পানি আসা অবধি চলে বালু উত্তোলন। কখনো ব্রিজের তীর ঘেঁষে চলে বালু উত্তোলনের মহোৎসব। এ বিষয়ে ফাঁসিয়াখালী ইউপির সাবেক চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার জানান, বিধ্বস্ত এই ব্রিজটির একদম বিকলাবস্থা সৃষ্টি হয়েছে। যা চলাচলের জন্য সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। বিকল্প কোনো যাতায়াত পথ না থাকায়, মরণফাঁদ জেনেও পার হচ্ছেন স্থানীয়রা। উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফ বলেন, ইতিমধ্যে ব্রিজ নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করি দ্রুত প্রকল্প প্রস্তাবটি পাস হবে।