ঢাকা, ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবি’র

স্পোর্টস রিপোর্টার
১৫ মার্চ ২০২৫, শনিবার

চলতি বছরের অক্টোবরে একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দুই বোর্ড ইতিমধ্যেই আলোচনায় বসেছে। আশা করা হচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনে একমত হবে দুই বোর্ড। এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, আমরা ইতিমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে পূর্বে স্থগিত হওয়া সিরিজ নিয়ে আলোচনা শুরু করেছি। রমজান পরবর্তী সময়ে আরো আলোচনা হবে এবং আমরা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার আশা করছি, কারণ আমরা এটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছি।’ সিরিজটি অক্টোবরে হতে পারে জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘আমি মনে করি, যদি আপনি এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) দেখেন, তাহলে আপনি তথ্য পাবেন যে অক্টোবর ২ থেকে ১২ তারিখের মধ্যে একটি উইন্ডো (সময়) রয়েছে এবং আমরা তারিখ ও বিস্তারিত চূড়ান্ত করতে আলোচনা করছি।’ প্রাথমিকভাবে ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের মাটিতে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল আফগানিস্তানের। তবে ব্যস্ত সূচির কারণে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে সিরিজটি স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর ভারতের গ্রেটার নয়ডায় জুলাই-আগস্ট মাসে একটি সীমিত ওভারের সিরিজ (তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি) আয়োজনের প্রস্তাব দেয় এসিবি, কিন্তু সেটিও বাস্তবায়িত হয়নি। বিসিবির ধারণা ছিল সেই সময় ভারতের সেই অংশের আবহাওয়া সিরিজ খেলার জন্য আদর্শ হবে না। বাংলাদেশ ও আফগানিস্তান শেষ পর্যন্ত গত বছরের নভেম্বরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের একটি ওডিআই সিরিজ খেলে। এবার দুই দেশের ক্রিকেট বোর্ডই সুবিধাজনক সময়ে টি-টোয়েন্টি সিরিজটি আয়োজনের আত্মবিশ্বাসী।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status