ঢাকা, ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

তিন গেমসের প্রশিক্ষণে ৫০ কোটি টাকার বাজেট

স্পোর্টস রিপোর্টার
১৫ মার্চ ২০২৫, শনিবার

দ্বাদশ এসএ গেমসের তারিখ চূড়ান্ত হয়ে গেছে। পাকিস্তানের তিন শহর লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে আগামী বছরের ২৩ থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত হবে এবারের আসর। এই আসরকে সামনে রেখে অ্যাথলেটরা আছেন প্রস্তুতি শুরুর অপেক্ষায়। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনও (বিওএ) বসে নেই। তারা প্রাথমিক একটি প্রস্তুতি পরিকল্পনা সাজিয়ে ফেলেছে এর মধ্যেই। তবে খেলোয়াড়দের সেই প্রশিক্ষণের আওতায় আনতে প্রথমেই চাই অর্থ। যার জন্য তারা একটি খসড়া বাজেটও জমা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদে। 
আগামী জানুয়ারিতে দক্ষিণ এশীয় গেমসের আগে নভেম্বরে ইসলামিক সলিডারিটি গেমস এবং তার আগে এশিয়ান যুব গেমসও আছে। তিনটি গেমসের জন্য একই সঙ্গে প্রস্তুতি পরিকল্পনা সাজাতে হয়েছে তাই বিওএকে। তিনটি গেমসের সেই প্রশিক্ষণ খাতে ৫০ কোটি টাকার বাজেট জমা দিয়েছে তারা জাতীয় ক্রীড়া পরিষদে। এ বিষয়ে বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন ‘আসলে যেমনটা হওয়া উচিত, শীর্ষ অ্যাথলেটরা সারা বছর অনুশীলনের মধ্যে থাকবে। গেমস এলে তখন আর নতুন করে কিছু শুরু করতে হবে না। কিন্তু আমাদের দেশে তো সেই চর্চা নেই। প্রতিটা গেমসের আগে প্রশিক্ষণ নিয়ে দুশ্চিন্তা, অর্থ নিয়ে দুশ্চিন্তা।’ তিনি জানিয়েছেন, আগামী মাসে বিওএর কার্যনির্বাহী কমিটির সভায় খসড়া এই বাজেট চূড়ান্ত হবে। পাকিস্তানে এবারের আসরে ২৬টি ডিসিপ্লিনে হবে খেলা। দুই-একটি বাদে বাংলাদেশ অংশ নেবে সব কটিইতেই।’ এর আগে ২০১৯ সালে নেপালের রাজধানী কাঠমান্ডু ও পোখরায় অনুষ্ঠিত হয় ১১তম সাউথ এশিয়ান গেমস। ওই আসরে ১৯টি সোনা জিতেছিল বাংলাদেশ। যারমধ্যে ১০টি এসেছিল আরচারি থেকে।  

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status