খেলা
আলভারেজের ‘ডাবল টাচ’ বিতর্ক, বদলে যেতে পারে পেনাল্টির শটের আইন
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ১৪ মার্চ ২০২৫, শুক্রবার, ১২:৫৮ অপরাহ্ন

চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচে হুলিয়ান আলভারেজের বাতিল হওয়া পেনাল্টি নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। ডাবল টাচের অভিযোগে রেফারি পেনাল্টিটি বাতিল করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে জুম করা ভিডিওতে অনেকেই ডাবল টাচ নিয়ে সংশয় প্রকাশ করছে। অনেকে আবার বলছেন, বলের গায়ে আলভারেজের পায়ের স্পর্শ ঠিকই লেগেছে, রেফারি তো আর ভুল করবেন না। ম্যাচের পর এই ঘটনায় উয়েফার মেইলও করে অ্যাটলেটিকো। এতে করে পেনাল্টির নিয়মও বদলে যেতে পারে।
বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে উয়েফা জানায়, ‘যদিও সামান্য, তবে শট নেওয়ার আগে খেলোয়াড়ের অন্য পা’ও বল স্পর্শ করেছিল। আর বর্তমান আইন (ল’জ অব দ্য গেইম, আইন ১৪.১) অনুযায়ী রেফারিকে ভিএআরের গোল বাতিলের বার্তাই দিতে হতো।’ তবে এখানেই শেষ নয়, এই আইন নিয়ে নতুন করে ভাবার কথাও বলেছে তারা। একই বিবৃতিতে বলা হয়, ‘উয়েফা বিষয়টা নিয়ে ফিফা এবং আইএফএবির (ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড) সঙ্গে আলোচনা করবে। যেখানে তারা অনিচ্ছাকৃতভাবে ডাবল টাচের ক্ষেত্রে নিয়মটি পর্যালোচনা করা উচিত কি না, সেটা নির্ধারণ করবে।’
উয়েফার এই বিবৃতির পর এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি অ্যাটলেটিকো। তবে ওইদিন ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন দলটির কোচ দিয়েগো সিমিওএন। তিনি বলেন, ‘আমি কখনো শুটআউটের পেনাল্টির জন্য ভিআরের শরণাপন্ন হতে দেখিনি। কখনো না।’ এমনকি ওই ম্যাচের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জিজ্ঞাসা করেন তারা কেউ অন্য পা বলে স্পর্শ করতে দেখেছে কিনা! সিমিওনে বলেন, ‘আপনাদের হাত তুলুন, যারা দেখেছেন হুলিয়ান বল দ্বিতীয়বার স্পর্শ করেছে। কে হাত তুলবেন? কেউই হাত তোলেননি। এর বেশি আর কিছুই আমার বলার নেই...।’
যদিও রেফারির গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে কোনো সংশয় ছিল না রিয়াল কোচের। তিনি বলেন, ‘শুরুতে আমি বুঝতে পারিনি। পরে আমি এটা দেখেছি (ভিডিও) এবং মনে হয়েছে, সে দুইবার বলে স্পর্শ করেছে, তার বাঁ পা লেগেছে বলে।’
রেফারিও প্রথমে ডাবল টাচ বুঝতে পারেননি। রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াই রেফারির নজরে আনেনি এটি। গোল বাতিলের বিতর্ক নিয়ে তিনি বলেন, ‘উয়েফা এটা পরিষ্কার দেখেছে—হারের পর নিজেদের অন্যায়ের শিকার ভাবাটা ভালো লাগে না। এসব নিয়ে ওরা সব সময়ই ঘ্যান ঘ্যান করে। রেফারি নির্দিষ্ট কোনো দলকে সাহায্য করতে চান না, সেটা স্পেনেও না, ইউরোপেও না।’