অনলাইন
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
অনলাইন ডেস্ক
(১ মাস আগে) ১৪ মার্চ ২০২৫, শুক্রবার, ৯:২০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুক্রবার শুরু হয়েছে। এদিন সকাল ৮টা থেকে অনলাইনে কেনা যাচ্ছে আগামী ২৪ মার্চের টিকিট। অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হবে অনলাইনে। টানা সাতদিন চলবে আগাম টিকিট বিক্রির এই কার্যক্রম।
এদিকে সকাল ৮টা থেকে রেলওয়েরর পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট ক্রয় করতে পারছেন যাত্রীরা। অন্যদিকে দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট।
টিকিট বিক্রির সময়সূচি: ১৪ মার্চ : ২৪ মার্চের টিকিট, ১৫ মার্চ : ২৫ মার্চের টিকিট, ১৬ মার্চ : ২৬ মার্চের টিকিট, ১৭ মার্চ : ২৭ মার্চের টিকিট, ১৮ মার্চ : ২৮ মার্চের টিকিট, ১৯ মার্চ : ২৯ মার্চের টিকিট, ২০ মার্চ : ৩০ মার্চের টিকিট
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে।