ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

রান খরার দিনে ২৬ বলে ফিফটি বিজয়ের, ৪ উইকেট রবিউলের

স্পোর্টস রিপোর্টার
১৪ মার্চ ২০২৫, শুক্রবার
mzamin

আসরের প্রথম দুই ম্যাচেই শূন্য রানে আউট হন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক এনামুল হক বিজয়। এবার তার ব্যাট থেকে এলো টানা দুই ফিফটি। একই দিনে অমিত মজুমদারের ফিফটিতে জয়ে ফিরেছে গুলশান ক্রিকেট ক্লাব। আর ধানমণ্ডির বিপক্ষে ৪ উইকেট নিয়ে অগ্রণী ব্যাংকের জয়ের নায়ক পেসার রবিউল ইসলাম। 
গতকাল বিকেএসপি’র ৩ নম্বর মাঠে শাইনপুকুরকে ৮ উইকেটে হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। টস হেরে আগে ব্যাটিং করা শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৪৫.২ ওভার খেলে ১৬১ রানে অলআউট হয়। দলটির হয়ে ৫৯ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন জোবায়ের হোসেন। ৫০ বলে ২৯ রান আসে অনিক সরকারের ব্যাট থেকে। গাজী গ্রুপের হয়ে তিনটি করে উইকেট নেন শামীম মিয়া ও তোফায়েল আহমেদ। 
স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯ ওভারে ৯২ রান জমা হয় গাজীর স্কোরবোর্ডে। ৩০ বলে আটটি চার ও একটি ছক্কায় ৫০ রান করে রাফিউজ্জামান রাফির বলে ফিরে যান সাদিকুর।  ২৬ বলে ফিফটি পূর্ণ করা বিজয় করেন ৫২ রান। ২৭ বলের ইনিংসে হাঁকান ৮ চার ও ২ ছক্কা। ভালো শুরুর পর দ্রুত ২ উইকেট হারালেও সমস্যা হয়নি জিততে। সালমান হোসেন ইমন এবং শামসুর রহমান শুভ সহজেই বাকি পথ পাড়ি দেন। ইমন ২৬ বলে ২৩ এবং শুভ ২৪ বলে ৩৩ রানে অপরাজিত থেকে ১৭.৫ ওভারের মধ্যেই দলের জয় নিশ্চিত করেন। ৪ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে গাজী। আর সমান ম্যাচে ১ জয়ে টেবিলের ১১ নম্বরে শাইনপুকুর। টপ, মিডল, লোয়ার-সবখানেই উইকেট নিয়েছেন এই পেসার। 
টানা দুই ম্যাচে মলিন হার ধানমণ্ডির 
টানা দুই জয়ে দারুণ শুরুর পর লীগে টানা দুই ম্যাচে বড় হার দেখলো ধানমন্ডি স্পোর্টস ক্লাব। গতকাল বিকেএসপির ৪ নম্বর মাঠে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে তারা। এর আগে গত ম্যাচে গাজী গ্রুপের কাছে ১৭৫ রানে হারে তারা। 
টস হেরে ব্যাটিং করতে নেমে ৩৩.৫ ওভারে ১১৫ রানে অলআউট হয় ধানমন্ডি। ৪০ বলে খেলে দলটির পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন মঈন খান। এর বাইরে মাত্র ৩ ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করেন। অধিনায়ক নুরুল হাসান সোহান করেন ৩৪ বলে ২২, সানজামুল ইসলাম ২৪ বলে ১৮ আর জাকিরুল আহমেদের ব্যাট থেকে আসে ৫০ বলে ১৯ রান। অগ্রণী ব্যাংকের পেসার রবিউল হক ৫.৫ ওভার বল করে ১৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। রান তাড়ায় নেমে ২৬ রানে তিন উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে অগ্রনী ব্যাংক। তবে একপ্রান্ত আগলে মার্শাল আইয়ুব দলটিকে জয় এনে দেন। ৯২ বলে ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। ৪ ম্যাচে ৩ জয় নিয়ে অগ্রণী ব্যাংক পয়েন্ট তালিকার পাঁচে আছে, দুই জয় পাওয়া ধানমন্ডি এখন সাতে।
জয়ে ফিরলো গুলশান
মোহামেডানের মতো হট ফেভারিট দলকে হারিয়ে এবার লীগ শুরু করে গুলশান ক্রিকেট ক্লাব। তবে এরপর টানা দুই ম্যাচে হারের স্বাদ পায় তারা। গতকাল রুপগঞ্জ টাইগার্সকে হারিয়ে আবার জয়ে ফিরেছে আজিজুল হাকিম তামিমের দল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল তাদের জয় আসে ৬ উইকেটের ব্যবধানে। টস হেরে ব্যাটিং করতে নেমে পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২১৪ রান করে রূপগঞ্জ। দলটির হয়ে ১০৮ বলে সর্বোচ্চ ৮৮ রান করেন ওপেনার অমিত মজুমদার। ৩৫ বলে ৪০ রান আসে আরিফুল হকের ব্যাট থেকে। গুলশানের হয়ে ১০ ওভারে ৫৩ রান দিয়ে চার উইকেট নেন আসাদুজ্জামান। রান তাড়ায় গুলশানকে দারুণ শুরু এনে দেন অধিনায়ক আজিজুল ও জাওয়াদ আবরার। দুজনে মিলে গড়েন ৯৫ রানের জুটি।  ৩৭ বলে ৪০ রান করে ফাহাদ হোসেনের বলে আজিজুল হাকিম ক্যাচ দিলে জুটি ভাঙে। ৭৫ বলে ৯ চারে ৬৭ রান করেন আরেক ওপেনার জাওয়াদ আবরার। খালিদ হাসান ৮১ বলে ৪৩ রান করে আউট হন। আর ইফতেখার হোসেন ২৮ বলে ২৫ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ৭ ম্যাচে ২ জয়ে ৪ নম্বরে গুলশান আর ৪ ম্যাচে সবকটিতে হেরে টেবিলের তলানিতে রুপগঞ্জ। 
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status