ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

যে কারণে বাতিল হলো আলভারেজের গোল

স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২৫, শুক্রবার
mzamin

রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ- স্পেনের রাজধানীর দুই জায়ান্ট ক্লাব মুখোমুখি হলে ভিন্ন কিছু যেন ঘটবেই। এবার সেটা ঘটেছে টাইব্রেকারে। চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর ম্যাচে বুধবার ৪-৩ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে রিয়াল। তবে টাইব্রেকারে অ্যাটলেটিকোর হুলিয়ান আলভারেজের বাতিল হওয়া শট নিয়ে ফুটবলবিশ্ব তোলপাড়। তখনই অবশ্য সিদ্ধান্তটি নিয়ে সংশয়ের জন্ম হয়েছিল অনেক। তবে রেফারি নিয়ম মেনেই গোল বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। ওয়ান্দা মেত্রোপলিতানোয় বুধবার টাইব্রেকারে অ্যাটলেটিকো মাদ্রিদের দ্বিতীয় শট নেন আলভারেজ, গোলও করেন। শুরুতে স্কোরে সেই গোল দেখানোও হয়। টাইব্রেকারের ফলাফল তখন ২-২। তবে একটু পরই তা বদলে যায়। বাতিল করা হয় আলভারেজের গোল। সবাই তখন সংশয়ে ছিলেন, কেন বাতিল করা হলো গোলটি। সেই মুহূর্তে ধারাভাষ্যকাররা জানান, বলে ‘ডাবল টাচ’ করায় গোলটি বাতিল করা হয়েছে। রেফারি ভিএআর দেখে সিদ্ধান্ত নেন, আলভারেজ শট নেওয়ার পর শেষ মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আর তাতে তার বাঁ পা আগে স্পর্শ করে বলে। পরে ডান পায়ে শট নেন। এ কারণে সেটি গোল হলেও বাতিল হয়ে যায়। আলভারেজও অবশ্য শট নেওয়ার পর স্বতস্ফূর্তভাবে উদযাপন করেননি। হয়তো তার মনেও সংশয় ছিল!  ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েন বোর্ড-এরপর ১৪ নম্বর আইন অনুযায়ী, পেনাল্টি শট নেওয়ার ক্ষেত্রে কোনো ফুটবলার একাধিকবার বলে স্পর্শ করতে পারবেন না। মূল ম্যাচের সময় এমন হলে রেফারি ‘ইনডিরেক্ট ফ্রি কিক’ দেবেন। আর টাইব্রেকারে হলে গোলটি বাতিল করা হবে। নিয়মে উল্লেখ আছে যে, ‘বলে একবার স্পর্শ হলে কিকার আবার বল খেলতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না অন্য কেউ বলে স্পর্শ করছে।’ শেষ পর্যন্ত এই বাতিল হওয়া গোলই পার্থক্য গড়ে দেয় ম্যাচের ফলে। যদিও পরে রিয়ালের লুকাস ভাস্কেসও পরে গোল করতে ব্যর্থ হন। তবে সেটির সুযোগ নিতে পারেনি অ্যাটলেটিকো। তাদের মার্কোস ইয়োরেন্তে শট মেরে বসেন ক্রসবারে। ম্যাচের পর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে বলেন, পেনাল্টি শুটআউটে ভিএআর রিভিউ হতে আমি কখনও দেখিসনিৃ কখনও নয়।’ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পালটা প্রশ্ন করে তিনি বলেন, ‘আপনাদের মধ্যে কেউ দেখেছেন যে সে বলে দুইবার স্পর্শ করেছে? তাকে যদি দেখে থাকেন বলে দুইবার স্পর্শ করতে, বল নড়তে, তাহলে এসে হাত তুলুনৃ। কাউকে তো হাত তুলতে দেখছি না। কাজই এটুকুই বলার আছেৃ পরের প্রশ্ন (করুন)।’ রিয়াল কোচ কার্লো আনচেলোত্তির অবশ্য কোনো সংশয় নেই। তিনি বলেন, ‘আমার মনে হয়, তারা আগেই বুঝতে পারছিল। আমরা যখন সংশয়ের কথা তাদেরকে বলেছি, এর আগে তারা নিজেরাই সনাক্ত করতে পেরেছিল। শুরুতে আমি বুঝতে পারিনি। পরে আমি এটা দেখেছি (ভিডিও) এবং মনে হয়েছে, সে দুইবার বলে স্পর্শ করেছে, তার বাঁ পা লেগেছে বলে।’
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status