ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

কোয়ার্টার ফাইনালে রিয়াল ছিটকে গিয়েও গর্বিত সিমিওনে

স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২৫, শুক্রবার
mzamin

চ্যাম্পিয়নস লীগে আরও একবার খালি হাতে ফিরতে হলো অ্যাটলেটিকো মাদ্রিদকে। শেষ ষোলোর ফিরতি লেগে প্রথম মিনিটে গোল করেও শেষ রক্ষা হয়নি। ওদিকে পেনাল্টি মিস করলেন ভিনিসিয়ুস জুনিয়র। বুধবার দুই লেগ মিলিয়ে খেলা গড়ালো টাইব্রেকারে। সেখানেও নাটকীয়তা। হুলিয়ান আলভারেজের গোল বাতিলের পর ৪-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে রিয়াল মাদ্রিদ। তবে হেরেও নিজের শিষ্যদের পারফর্মেন্সে গর্বিত দিয়েগো সিমিওনে। দুই নগরপ্রতিদ্বন্দ্বী যতবার চ্যাম্পিয়নস লীগে মুখোমুখি হয়েছে, ততবার কিছু একটা হয়েছেই। তবে এবারের সেই ‘কিছু একটা’ একটু বড়ই হয়েছে। কেননা এর উত্তাপ ছড়িয়েছে ম্যাচের পর সংবাদ সম্মেলনেও। রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে শুরুর ২৭ সেকেন্ডেই দারুণ এক গোল করেন কনর গ্যালাঘার। মাঠের ডান প্রান্ত থেকে বক্সের ভেতর নিচু ক্রস পাঠান রদ্রিগো ডি পল। দলকে বিপদমুক্ত করার সুযোগ নষ্ট করেন রাউল আসেনসিও। ছোট্ট ট্যাপ ইনে বল জালে জড়ান গ্যালাঘার। এরপর বিরতির আগে পর্যন্ত ঘরের মাঠে আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিকরা। সফরকারীরা সবচেয়ে বড় ধাক্কাটা খায় ৬৮তম মিনিটে। চোট শঙ্কা কাটিয়ে শুরুর একাদশে নামা কিলিয়ান এমবাপ্পে বক্সের ভেতর ফাউলের শিকার হন। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে এগিয়ে যান ভিনিসিয়ুস। চ্যাম্পিয়নস লীগ মানেই ভিনির অতিমানবীয় হয়ে ওঠা। তবে এদিন তার শট গোলপোস্টের বাইরে উড়ে গিয়ে পড়ল গ্যালারিতে। অল হোয়াইটদের হয়ে স্পটকিক থেকে এবারই প্রথম জাল খুঁজে নিতে ব্যর্থ এই ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে আগের ৭ বারই গোল করেছেন তিনি। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন তখনও ২-২। নির্ধারিত সময়ের বাঁশি বাজা পর্যন্ত আর কোনো দলই গোলের দেখা পায়নি। অতিরিক্ত সময়েও খেলায় সমতা থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। রিয়ালের হয়ে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে, জুড বেলিংহ্যাম, ফেদেরিকো ভালভার্দে ও অ্যান্টনিও রুডিগার। মিস করেন অভিজ্ঞ পেনাল্টি টেকার লুকাস ভাসকেজ। স্বাগতিকদের হয়ে জালে বল জড়ান অ্যালেক্সান্ডার সরলথ ও আনহেল কোরেয়া এবং মিস করেন হুলিয়ান আলভারেজ এবং মার্কোস লরেন্তে। এর মধ্যে আলভারেজের গোলটি বাতিল হয় অদ্ভুতভাবে। ডান পায়ে শট নেয়ার আগে কিছুটা নিয়ন্ত্রণ হারান এই আর্জেন্টাইন তারকা। তাই বলে ছোঁয়া লাগে তার বাঁ পা-ও। দু’বার বল ছোঁয়ার কারণে তা বল জালে পৌঁছালেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে (ভিএআর) বাতিল হয় সেটি। এটিই শেষ পর্যন্ত ভাগ্য গড়ে দেয় ম্যাচের। তবে এমন সিদ্ধান্ত মেনে নিতে পারনেনি দিয়েগো সিমিওনে। ম্যাচের পর অ্যাটলেটিকো বস বলেন, ‘রেফারি বলেছেন যে পেনাল্টি স্পটে হুলিয়ান (শট নেয়ার সময়) যে পায়ে (বাঁ) দাঁড়িয়েছিল, সে পা দিয়ে বল স্পর্শ করেছে। কিন্তু বল তো নড়েনি। এসব এখন শুধু তর্কই বাড়াবে। এসব ছাপিয়ে আমি খেলোয়াড়দের নিয়ে গর্বিত। সত্যি বলতে খুব সুখী লাগছে।’ কারণ জানিয়ে তিনি যোগ করেন, ‘আমরা উদাহরণ দেয়ার মতো প্রতিদ্বন্দ্বিতা করেছি। অবশ্যই আমরা চ্যাম্পিয়নস লীগে রিয়াল মাদ্রিদকে হারাতে পারিনি। তবে আমাদের বিপক্ষে তাদের সময় খুব বাজে কেটেছে।’

 

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status