ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা

মমতাকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়ে অপমান, ফুঁসছে তৃণমূল

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১ বছর আগে) ৭ আগস্ট ২০২২, রবিবার, ১০:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৩০ অপরাহ্ন

শনিবার রাতে রাষ্ট্রপতি ভবনে স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষে একটি বৈঠক ডাকা হয়েছিল। প্রধানমন্ত্রী মোদির উপস্থিতিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রী অথবা তাঁদের প্রতিনিধিরা বক্তব্য রাখছিলেন।  বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কিন্তু, বিস্ময়ের ব্যাপারটি এইখানেই। পশ্চিমবঙ্গের বলার পালা আসতেই ডাকা হল অস্থায়ী রাজ্যপাল লা গণেশকে। এক মাসও দায়িত্ব নেননি লা গণেশ। তিনি রাজ্যের হয়ে বক্তব্য রাখলেন আর মমতা চুপ করে বসে থাকলেন। মমতা বন্দোপাধ্যায় প্রকাশ্যে এই ব্যাপারে মুখ না খুললেও ঘনিষ্ঠ বৃত্তে নিজের ক্ষোভ চাপা রাখেননি। বলেছেন, বাংলা দেশের স্বাধীনতা সংগ্রামে সব থেকে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল, আর সেই অমৃত উৎসবের প্রাক্কালে বাংলার বাণীই  অশ্রুত রয়ে গেল। তৃণমূল কংগ্রেস বিষয়টি নিয়ে ফুঁসছে।

বিজ্ঞাপন
তারা মমতার অপমানে বাংলার অপমানই দেখছে। আজ প্রধানমন্ত্রীর ডাকা নীতি আয়োগ এর বৈঠক।  সেখানেও মমতা আমন্ত্রিত। সেখানে বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে দেওয়া হয় কিনা সেটাই দেখার।

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status