অনলাইন
ঐক্যে কৃত্রিমভাবে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: আব্বাস
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৩ অপরাহ্ন

রাজনৈতিক ঐক্যে কৃত্রিমভাবে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে স্কাইসিটি হোটেলে গণঅধিকার পরিষদের উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, গত বছর, তার আগের বছর, তার আগের বছর আমরা যখন এসেছি রমজানের সময় ইফতার পার্টিতে, যেই শঙ্কা নিয়ে আসতাম এখন আসলে সেই শঙ্কাটা নাই। একেবারে নীরবে, নিশ্চিন্তে কোনো উৎপীড়ন নাই, আরামের সঙ্গে এসেছি, আরামের সঙ্গে চলে যাবো। এই অবস্থাটা আমরা ৫ই আগস্টের আন্দোলনের বিজয়ে অর্জন করেছি। আজকে সেই অর্জনটা আমরা ভোগ করছি।
তিনি বলেন, এখানে এই টেবিলে (ইফতারের টেবিল) আমরা ৮টি রাজনৈতিক দলের নেতারা বসেছি, অন্যান্য টেবিলেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বসেছেন, সবাই আমরা এনজয় করছি একসঙ্গে। আমরা যদি বাকি সময়টা বাংলাদেশকে গড়ে তোলার জন্য এই রকমই থাকতে পারি, অসুবিধাটা কোথায়? আমরা তো কোনো অসুবিধা দেখি না। কিন্তু কৃত্রিমভাবে অসুবিধা সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের বিরুদ্ধে কথা বলছে, কাঁদা ছুড়ছে, এই জিনিসটা ঠিক না। তাহলে ৫ই আগস্টে আমাদের আন্দোলনের যে বিজয় এটা নিঃশেষ হয়ে যাবে।
আব্বাস বলেন, আজকে আমরা ইফতার পার্টিতে যেমনি বসেছি, আমরা আগামীতে সকল কার্যক্রমে নির্বাচন থেকে সরকার গঠন পর্যন্ত আমরা সব এক সঙ্গে করতে চাই। দেশটা সুন্দর করতে হবে। হিংসা-বিদ্বেষ-ঈর্শ্বা নিয়ে কিংবা পরশ্রীকাতর হয়ে কখনোই দেশকে ভালো করা যাবে না। আমরা সবাই যেন সবাইকে নিজের বিবেকের কাছে দায়ী রাখি যে, আমরা ৫ তারিখের যে রক্তক্ষয়, যে আন্দোলনের বিনিময় যেটা অর্জন করেছি- সেটা যেন বৃথা না যায় কারো ষড়যন্ত্রের কারণে।
স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, সংস্কার, আলাপ-আলোচনা, প্রস্তাব গ্রহণ করা, এগুলো চলতে থাকবে। কিন্তু আমাদেরকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে, সেজন্য আমরা রোডম্যাপ চাই। সেই রোডম্যাপের প্রত্যাশা আমি করেছি, বাংলাদেশের জনগণ করে। প্রধান উপদেষ্টার কাছে আমাদের সমস্ত আর্জি আলাপ-আলোচনা করেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। শুধু একটি মাত্র বিষয় আমরা পরিষ্কার হতে চাই, তাহলে মাননীয় প্রধান উপদেষ্টা খুব শিগগিরই জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি রোডম্যাপ প্রদান করবেন।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সভাপতিত্বে ও ফারুক হাসানের সঞ্চালনায় এই ইফতারে জাতীয় পাটির্ (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জামায়াতে ইসলামীর আবদুল হালিম, এনডিএমের ববি হাজ্জাজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।
পাঠকের মতামত
সবই জামাতিদের বদ রাজনীতির ফল।