অনলাইন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং
জয়সোয়ালের মন্তব্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২১ অপরাহ্ন

বাংলাদেশের নির্বাচন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালের করা মন্তব্য অযাচিত ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মোহাম্মদ রফিকুল আলম।
রণধীর জয়সোয়ালের করা মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশের নির্বাচন, সার্বিক আইনশৃঙ্খলা ও সংখ্যালঘু সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে মন্তব্য করা হয়েছে। বাংলাদেশ মনে করে, এ বিষয়সমূহ একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরনের মন্তব্য অযাচিত ও অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। এ ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার ভুল প্রতিফলন। বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে দৃঢ়ভাবে বিশ্বাস করে। তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং বোঝাপড়ার ভিত্তিতে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করি যে ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
সীমান্তে হত্যা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশ-ভারতের বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক এই বিষয়ে আলোচনা হয়েছে। সাম্প্রতিক যতগুলো এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশ কূটনৈতিক পত্রের মাধ্যমে জোরালোভাবে প্রতিবাদ করেছে। আমরা প্রতিবাদ করছি, আলোচনা করছি। আমাদের হাতে যা আছে তার সবগুলো ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে।
পাঠকের মতামত
ভারতের এসব বক্তব্য উদ্দেশ্যমুলক , বাংলাদেশে সঙ্খ্যালঘু নির্যাতন হচ্ছে এসব বলে ভারত কি অর্জন করতে চায় - সুপার পাওয়ারের তখমা ! পারমানবিক বোমা আর দূর পাল্লার মিসাইল বানালেই সুপার পাওয়ার হওয়া যায়না । বাংলাদেশকে দুর্বল ভেবে ভারত যা ইচ্ছে তাই করে যাচ্ছে বলে যাচ্ছে ,এর সঠিক জবাব বাংলাদেশের মানুষের কাছে অবশ্যই আছে - চিন্তার কোন কারন নেই ।।
সীমান্তে হত্যা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশ-ভারতের বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক এই বিষয়ে আলোচনা হয়েছে। সাম্প্রতিক যতগুলো এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশ কূটনৈতিক পত্রের মাধ্যমে জোরালোভাবে প্রতিবাদ করেছে। আমরা প্রতিবাদ করছি, আলোচনা করছি। আমাদের হাতে যা আছে তার সবগুলো ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। - Go to International Court of Justice (ICJ) and/or International Criminal Court (ICC).
It was Indian diplomatic failure that Bangladesh has drifted away from their side on 5 August, 2024 and is enjoying independent foreign policy.