ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

ব্রাজিল ফুটবলের সভাপতির দৌড় থেকে সরে দাঁড়ালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

(১ মাস আগে) ১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ৩:৪৯ অপরাহ্ন

mzamin

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি হয়ে দেশের ফুটবলকে পুনর্জীবিত করতে চেয়েছিলেন রোনালদো নাজারিও। কিন্তু নির্বাচনের আগেই বুধবার ভোটে দাঁড়ানোর পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছেন এই কিংবদন্তি ফুটবলার। জানিয়েছেন, পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ব্রাজিলের ফুটবলের ‘চিরকালের মর্যাদা ও সম্মান পুনরুদ্ধার’ করতে গত ডিসেম্বরে ফেডারেশনের সভাপতি নির্বাচনে অংশগ্রহণের কথা জানান রোনালদো। তবে দেশটির এই কিংবদন্তি স্ট্রাইকার বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানান, বর্তমান সভাপতি এদনালদো রদ্রিগেজকে তিনি চ্যালেঞ্জ জানাতে পারবেন না। কেননা প্রায় সব ভোটারই চায় যে রদ্রিগেজ পুনর্বহাল থাকুক। রোনালদো লেখেন, ‘সিবিএফের আগামী নির্বাচনে আমি সভাপতি পদপ্রার্থী হবার ঘোষণা দিয়েছিলাম। কিন্তু এখন আমি তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করছি।’ এরপর কিছুটা অভিমান নিয়েই ৪৮ বছর বয়সী এই তারকা যোগ করেন, ‘সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখেন এমন বেশিরভাগ মানুষ মনে করেন যে (ব্রাজিলিয়ান) ফুটবল ভালো মানুষদের হাতেই আছে।’ এর আগে সভাপতি হলে পেপ গার্দিওলাকে কোচ হিসেবে আনার ঘোষণাও দেন রোনালদো। তিনি জানান, ব্রাজিলের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্বকারী ২৭টি আঞ্চলিক ফেডারেশনের মধ্যে ২৩টিই তার প্রস্তাবনা শুনতে অস্বীকৃতি জানায়। তারা জানিয়েছে, আগামী নির্বাচনে সবাই বর্তমান সভাপতি রদ্রিগেজকেই সমর্থন দেবে। কাতার বিশ্বকাপের পর থেকে নিজেদের ইতিহাসের অন্যতম বাজে সময় পার করছে ব্রাজিল। সেবার বিশ্বকাপ থেকে বিদায়ের পরপর কোচের পদ ছেড়ে যান তিতে। এরপর অনেক জলঘোলার পর গত জানুয়ারিতে নতুন কোচ হিসেবে নিয়োগ পান দরিভাল জুনিয়র। শুরুটা ইতিবাচক হলেও দ্রুতই আগের চিত্রে ফিরে যায় ব্রাজিল। কোপা আমেরিকায় ব্যর্থতার সঙ্গে বিশ্বকাপ বাছাইয়েও ধুঁকতে দেখা যায় সেলেসাওদের। দক্ষিণ আমেরিকান অঞ্চলের (কনমেবল) বিশ্বকাপ বাছাইয়ে বর্তমানে ১০ দলের মধ্যে ব্রাজিল আছে ৫ নম্বরে। ২০২৬-এর মার্চে মেয়াদ শেষ হবে বর্তমান সভাপতির। নির্বাচনও হবে আগামী এক বছরের মধ্যেই। রোনালদো নির্বাচনে দাঁড়ালে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারেন, এমনটা ধারণা করা হচ্ছিল। তবে তার সরে দাঁড়ানোয় রদ্রিগেজের পথটা এখন প্রায় পরিষ্কার।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status