খেলা
তিন ম্যাচ পর মাঠে ফিরছেন মেসি
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ২:৫৮ অপরাহ্ন

ইন্টার মায়ামির হয়ে সবশেষ ৩ ম্যাচে খেলেননি লিওনেল মেসি। শুক্রবার সকালে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের দ্বিতীয় লেগে মাঠে নামবে ইন্টার মায়ামি। ক্যাভালিয়ারের বিপক্ষে আর্জেন্টাইন মহাতারকাকে মাঠে দেখা যাবে কি না, এমন প্রশ্ন রয়েছে ভক্ত-সমর্থকদের মনে। কোচ হাভিয়ের মাশচেরানো জানালেন, দলের সঙ্গে মেসি জ্যামাইকায় ভ্রমণ তো করবেনই, খেলবেন ম্যাচও। ।
জ্যামাইকান ক্লাব ক্যাভালিয়ারের বিপক্ষে কিংসটনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৬টায়। এর আগে মেসি সবশেষ মায়ামির জার্সিতে মাঠে নামেন ২৫শে ফেব্রুয়ারি। একই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় লেগের ম্যাচটিতে কানসাস সিটির বিপক্ষে ৩-১ গোলে জেতে আমেরিকান মেজর লীগ সকারের ক্লাবটি। সেদিন দুর্দান্ত একটি গোল করেন মেসিও। এরপর থেকে টান ৩ ম্যাচ মাঠের বাইরেই রয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। প্রথমদিকে তার না খেলা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। পরে শার্লটের বিপক্ষে ম্যাচের আগে মাশচেরানো জানান, কোনোপ্রকার চোট নয়, পেশির অবসাদজনিত কারণেই খেলছেন না মেসি। সেদিন ম্যাচের স্কোয়াডে এবং ডাগআউটে থাকলেও শেষ পর্যন্ত নামেননি ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। ক্যাভালিয়ারের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বুধবার অনুশীলনের পর কথা বলেন মেসির সাবেক সতীর্থ মায়ামি বস মাশচেরানো। তিনি বলেন, ‘লিও মেসি দলে আছে এবং দলের সঙ্গে জ্যামাইকায় যাবে। তার খেলার জন্য কোনটি সবচেয়ে ভালো হবে, সে শুরু থেকে থাকবে নাকি বেঞ্চে অপেক্ষা করবে এবং পরে নামবে, সে ব্যাপারে আগামীকাল (বৃহস্পতিবার) আমরা সিদ্ধান্ত নেব।’ মাশচেরানো যোগ করেন, ‘সে আজ (বুধবার) দলের সঙ্গে অনুশীলন করেছে এবং ভালো বোধ করছিল। সে আমাদের সঙ্গে জ্যামাইকায় যাবে বিধায় আমরা খুশি।’