খেলা
পাকিস্তানই নিজেদের সবচেয়ে বড় শত্রু, বলছেন মিকি আর্থার
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১:৫৩ অপরাহ্ন

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) এবার তুলোধুনো করলেন দেশটির সাবেক কোচ ও টিম ডিরেক্টর মিকি আর্থার। পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফি জেতানো এই কোচের মতে, গ্যারি কার্স্টেন ও জেসন গিলেস্পিকে অবমূলায়্যন করেছে দেশটির ক্রিকেট বোর্ড। অভ্যন্তরীণ দ্বন্দ্বই পাকিস্তান ক্রিকেটের উন্নতির অন্তরায়, এমনটা মনে করেন আর্থার।
ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়া পাকিস্তান সমালোচিত হচ্ছে নানা কারণে। নিস্তার পাচ্ছেন না দেশটির ক্রিকেটার থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ আকিব জাভেদ ও নির্বাচকরাও। প্রথম দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে আকিব বলেছিলেন যে, আড়াই বছরে তাদের মতো ১৬ জন কোচ ও ২৬ জন নির্বাচক পরিবর্তন করলে বিশ্বের যেকোনো দলের সঙ্গেই এমনটা হবে। পরে সাবেক কোচ গিলেস্পি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন যে, কার্স্টেন ও তাকে চেয়ার থেকে সরিয়ে কোচের দায়িত্ব নিতে গোপনে প্রচারণা চালান আকিব। এমনকি অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার বর্তমান কোচকে ‘জোকার’ বলেও অভিহিত করেন। এ প্রসঙ্গে টকস্পোর্টের সঙ্গে আলোচনায় গিলেস্পির পাশে দাঁড়ালেন ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব সামলানো মিকি আর্থার। তিনি বলেন, ‘সত্যি বলতে উক্তিটি আমার খুব ভালো লেগেছে। জেসন গিলেস্পি অসাধারণ কোচ, চমৎকার একজন মানুষ। পাকিস্তান ক্রিকেট নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছে। এটিই তাদের সবচেয়ে খারাপ শত্রু। তাদের অনেক ভালো খেলোয়াড় আছে, সম্পদ আছে, অনেক তরুণ প্রতিভা আছে। তাদের দারুণ সামর্থ্য আছে। তবু এখনও এতটা বিশৃঙ্খলা। সত্যিই হতাশাজনক ব্যাপার।’ গত বছরের এপ্রিলে গিলেস্পিকে দুই বছরের চুক্তিতে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান। একই সময়ে সাদা বলের দায়িত্ব দেয়া হয় কার্স্টেনকে। এরপর অক্টোবরেই পদত্যাগ করেন ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতানো কার্স্টেন। তখন টিম ম্যানেজমেন্ট ও পিসিবির সঙ্গে তার সম্পর্কের অবনতির খবর প্রকাশ পায়। দুই মাস পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে দলের পারফর্মেন্স ও অভ্যন্তরীণ বিষয়াদিতে সরে দাঁড়ান গিলেস্পিও। এরপর দেশটির সাবেক পেসার আকিবকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ করে পিসিবি। এমন অবস্থায় পাকিস্তান ক্রিকেটকে ‘জঙ্গল’ বলতেও দ্বিধাবোধ করলেন মিকি আর্থার। ৫৬ বছর বয়সী এই প্রোটিয়া কোচ বলেন, ‘এগিয়ে যাবার জন্য তাদের ভালো কয়েকজন কোচ ছিল। কিন্তু তারপর যে বিষয়টি পাকিস্তানে কাজ করে, তা শুধুমাত্র অবমূল্যায়ন করা এবং এখানে মিডিয়া এজেন্ডা কাজ করে। এটি একটি জঙ্গল। গ্যারি এবং জেসনের জন্য অত্যন্ত দু:খিত। তাদের যে অবমূল্যায়ন করা হয়েছে, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এটি খেলোয়াড়দের এবং শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেটের জন্য ক্ষতি।’