খেলা
টানা দ্বিতীয় সেঞ্চুরি তামিমের জয়ের হ্যাটট্রিক মোহামেডানের
স্পোর্টস রিপোর্টার
১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
আসর শুরুর আগে বলেছিলেন মোহামেডানকে ঢাকা প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন করতে চান। অধিনায়ক হিসেবে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। আবারো তার ব্যাট থেকে এলো ম্যাচ জেতানো সেঞ্চুরি। গতকাল আগে ব্যাটিং করা ব্রাদার্স অবশ্য মোহামেডানকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিতে পারেনি। স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে অপরাজিত সেঞ্চুরিতে মোহেমডানকে জিতিয়ে মাঠ ছাড়েন তামিম।
ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) ম্যাচে বিকেএসপির ৩ নম্বর মাঠে গতকাল ব্রাদার্স ইউনিয়নকে ৯ উইকেটে হারায় মোহামেডান। টস হেরে আগে ব্যাটিং করা ব্রাদার্স গুটিয়ে যায় ১৮৭ রানে। জবাবে ১৭.১ ওভার বাকি রেখেই জয় পায় মোহামেডান। ১০৫ রানে অপরাজিত থাকা তামিমের হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার। ৪ ম্যাচে এটা মোহামেডানের তৃতীয় জয়। তবে রান রেটে পিছিয়ে থাকায় টেবিলের ৩ নম্বরে আছে তামিমের দল। সমান পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে টেবিলের শীর্ষে লিজেন্ডস অফ রূপগঞ্জ আর দুই নম্বরে আবাহনী ক্লাব লিমিটেড।
রান তাড়ায় এদিন মেহেদী হাসান মিরাজকে নিয়ে ওপেনিংয়ে নামেন তামিম। তবে ওপেনিংয়ে উঠে খুব একটা সুবিধা করতে পারেননি মিরাজ, ৬ বলে ২ রান করে ফেরেন। তবে ব্রাদার্সের আনন্দের উপলক্ষ্য ওখানেই শেষ। তামিম আর মাহিদুল ইসলাম অঙ্কন মিলে ছড়িয়ে ঘুরিয়েছেন প্রতিপক্ষের বোলারদের ওপর। দুজনে মিলে গড়েন ১৮৭ রানের নিরবিচ্ছিন জুটি। যদিও শুরুতে দুজনই ছিলেন সতর্ক, প্রথম ১০ ওভারে মোহামেডানের স্কোরবোর্ডে জমা হয় ৪৫ রান।
২০তম ওভারে সোহাগ গাজীকে টানা দুই ছকা হাঁকিয়ে খোলস ছেড়ে বের হন অঙ্কন। অন্যপ্রান্তে ৫৫ বলে ফিফটি পূর্ণ করেন তামিম। এরপর ক্রমশ আগ্রাসী হয়ে ওঠেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক, ২৫তম ওভারে হাঁকান জোড়া ছকা। ৯৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। লীগে এটা তার টানা দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে গেলো ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১১২ বলে ১২৫ রান করেন এই ওপেনার। ৪ ম্যাচে ১৩৩ গড়ে তামিমের সংগ্রহ ২৬৬ রান, সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন ৩ নম্বরে। সমান ম্যাচে ৩০৩ রান নিয়ে শীর্ষে প্রাইম ব্যাংকের নাঈম শেখ। শেষ পর্যন্ত ৯ চার ও ৪ ছক্কায় ৯৬ বলে ১০৫ রানে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গী অঙ্কনও সমান বল খেলে করেন ৭৫ রান, মারেন ৬ চার ও ৩ ছকা।
এর আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই বিশাল চৌধুরীর উইকেট হারায় ব্রাদার্স। আরেক ওপেনার মাহফুজুল রবিন ফেরেন দলীয় ৪৪ রানে। এরপর আইচ মোল্লা ও ইমতিয়াজ হোসেন গড়েন ৪০ রানের জুটি। ইমতিয়াজ করেন ৪৩ আর আইচের ব্যাট থেকে আসে ৩২ রান। এরপর আর উইকেটে কেউ থিতু হতে পারেননি। বাকিদের মধ্যে অধিনায়ক মাইশুকুর করেন ১৯ রান, আর রাকিবুল আতিক করেন ১৭ রান। মোহামেডানের হয়ে ১০ ওভারে ৩১ রান খরচায় ৪ উইকেট নেন তাইজুল ইসলাম। আর ২৯ রান খরচায় ৩ উইকেট শিকার আবু হায়দার রনির।