খেলা
এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপ
দ্বিতীয় রাউন্ড শেষে শীর্ষে ৫ বাংলাদেশি
স্পোর্টস রিপোর্টার
১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
এবারই প্রথম গ্রান্ডমাস্টার ছাড়া এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় চলমান এই আসরে ওপেন গ্রুপের দ্বিতীয় রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশের রানী হামিদ, মনন রেজা, ফাহাদ রহমান, তাহসিন তাজওয়ার ও মাহফুজুর রহমান। কলম্বোয় এই প্রতিযোগিতায় ওপেন গ্রুপে ১ পয়েন্ট করে পেয়েছেন ফিদে মাস্টার সাকলাইন মোস্তাফা, অমিত ব্রিকম ও তানভীর আলম। আর মহিলা বিভাগে আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ছাড়াও ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার ৩ দাবাড়ু। এ ছাড়া মহিলা বিভাগে ২ ফিদে মাস্টার নোশিন আনজুম ও ওয়াদিফা আহমেদ ২ খেলায় দেড় পয়েন্ট করে পেয়েছেন।
দ্বিতীয় রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার মননের কাছে হেরে যান শ্রীলঙ্কার বিক্রমাসিংহে ভিনুদা। আরেক খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদের কাছে হারেন শ্রীলঙ্কার শিবাথানুজান। এ ছাড়া ফিদে মাস্টার তাহসিন শ্রীলঙ্কার ক্যান্ডিডেট মাস্টার অমরাসিঙ্গেকে, মাহফুজুর সামারানায়েক পমোককে, সাকলাইন জানুকশানকে ও তানভীর সানভিরু দুলনিথকে হারিয়েছেন। তবে অমিত বিক্রম ড্র করেন শ্রীলঙ্কার শাতসিন্ধু মিনুরার সঙ্গে। মহিলা বিভাগে ৮১ পেরোনো রানী হামিদের কাছে হেরেছেন ইয়েসহে লানদেন। অন্য খেলায় ওয়াদিফা হারান সুদর্শন মিথুরাকে এবং আসিয়া পাকিস্তানের মহিলা ক্যান্ডিডেট মাস্টার জেনোবিয়া ওয়াসেফকে। ১১ মার্চ থেকে শুরু হওয়া টুর্নামেন্টে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন আটজন পুরুষ ও পাঁচজন নারী দাবাড়ু। এই প্রথম কোনো গ্র্যান্ডমাস্টারকে ছাড়াই খেলছে বাংলাদেশ। এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপ মূলত দক্ষিণ এশিয়ান জোনের দাবার বিশ্বকাপ বাছাই টুর্নামেন্ট। ওপেন ও নারী দুই বিভাগের চ্যাম্পিয়নরা সরাসরি বিশ্বকাপ দাবায় খেলার সুযোগ পান। ভারত ছাড়া দক্ষিণ এশিয়ার বাকি ৬ দেশের দাবাড়ুরা অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। সর্বশেষ ২০২৩ সালে ঢাকায় এই টুর্নামেন্টে ছেলে ও মেয়ে দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেবার ছেলেদের বিভাগে ফাহাদ, মেয়েদের বিভাগে সেরা হন জান্নাতুল ফেরদৌস।