খেলা
বড় অঙ্কের জরিমানা হচ্ছে ইমরুল কায়েসের
স্পোর্টস রিপোর্টার
১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
দেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং প্রশ্ন ওঠার ঘটনা নতুন নয়। এর আগে অনেকবার এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এবার ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) এক আউটকে কেন্দ্র করে আম্পায়ারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক ইমরুল কায়েস। আম্পায়ারিং নিয়ে আসর চলাকালীন এমন কাণ্ডে বড়সড় জরিমানার মুখে পড়তে চলেছেন তিনি। এ বিষয়ে দৈনিক মানবজমিনকে নিশ্চিত করেছে সিসিডিএম-এর একটি সূত্র।
ঘটনা গত ৭ই মার্চ অগ্রণী ব্যাংক ও গাজী গ্রুপ ক্রিকেট ক্লাবের ম্যাচের। ২৬১ রানের পুঁজি নিয়ে ৪ উইকেটে হারে অগ্রনী। ইমরুল করেন ৫০ রান। গাজী গ্রুপের স্পিনার আবু হাশিমের বলে ডাউন দ্য উইকেটে এসে লং অফে উড়িয়ে মারেন ইমরুল। বাউন্ডারিতে লাফিয়ে সেটিকে ক্যাচে পরিণত করেন ফিল্ডার ওয়াসী সিদ্দিকী। ম্যাচ শেষে নিজের আউট নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন তিনি।
ফেসবুকে ক্যাচ ধরার একটি ভিডিও পোস্ট করেন ইমরুল। যদিও সেখানে তার পা সীমানা দড়ি স্পর্শ করেছিল কি না স্পষ্ট নয়। ক্যাপশনে বাঁ-হাতি এই ওপেনার লিখেন, ‘একজন সাধারণ মানুষও বিনা প্রযুক্তিতে বলতে পারে এটা আউট কি না, সেখানে আমাদের টিভি আম্পায়ার হাজার প্রযুক্তি ও টেকনোলজি নিয়ে সিদ্ধান্ত দেয় আউট। আমাদের বোর্ড লাখ-কোটি টাকা খরচ করে উন্নত প্রযুক্তির ওপর, কিন্তু এই প্রযুক্তির পেছনে আম্পায়াররা কতটা যোগ্য, তা নিয়ে আমার প্রশ্ন থেকেই গেল।’ শুধু নিজের আউট নিয়ে বলেই ক্ষান্ত হননি ইমরুল। ক্ষোভ প্রকাশ করেছেন বিসিবিকে নিয়েও। এ প্রসঙ্গে তিনি লিখেন, ‘এখানে খেলোয়াড়রা কথা বলতে গেলেই শোকজ নোটিস দেওয়া হয়, কিন্তু আম্পায়ারদের ভুল থাকলে তা ক্ষমার দৃষ্টিতে দেখা হয়, এটাই কঠিন বাস্তবতা।’ এই স্ট্যাটাসের পরই ধারণা করা হচ্ছিল শাস্তি পেতে পারেন ইমরুল। যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে আরেকটু সময় লাগবে কারণ, প্রিমিয়ার লীগের টেকনিক্যাল কমিটির প্রধান এনামুল হকি মনি ওমরাহ করতে দেশের বাইরে আছেন। তবে সিসিডিএম’র এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ৪৫ থেকে ৮১ হাজার টাকার মধ্যে জরিমানা হতে পারে ইমরুলের।
তিনি বলেন, ‘এটা কোনো ক্রিকেটারই করতে পারেন না, আর ইমরুল তো একটা দলের অধিনায়ক। শাস্তি তো তার হবেই, সেটা হতে পারে ৪৫ থেকে ৮১ হাজার টাকার মধ্যে। ইমরুল একটি অ্যাঙ্গেলের ছবি দিয়েছে। আরেক অ্যাঙ্গেলের ছবিতে সে আউট বোঝা গেছে। বাইলজেই তো লেখা আছে, কোনো ক্রিকেটার এসব বিষয় নিয়ে প্রকাশ্যে কিছু বলতে পারবে না।’ এত সিনিয়র ক্রিকেটার হয়েও এমন শিশুসুলভ ভুল করায় বিষ্মিত ওই কর্মকর্তা। তিনি বলেন, ‘এত বছর ধরে ক্রিকেট খেলছে, জাতীয় দলেও খেলেছে সে এমন কিভাবে করে! সে তো অধিনায়ক, ম্যাচ শেষে ক্যাপ্টেন্স রিপোর্টেই তো এটা জানানোর কথা তার। অভিযোগ থাকলে কেনো করবে না অবশ্যই করবে কিন্তু এভাবে তো ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে না। এতে আমরা কিন্তু বিব্রত হই। তরুণ ক্রিকেটারদের কাছেও ভুল বার্তা যায়। তার মতো সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে আমরা আরও পরিণত আচরণ আশা করি।’ এবারের লীগে এখন পর্যন্ত ৩ ম্যাচের ২টিতেই হেরেছে অগ্রনী ব্যাংক। টেবিলের ৬ নম্বরে আছে তারা। ৩ ম্যাচে ইমরুলের ব্যাট থেকে দুই ফিফটিতে এসেছে ১৪৭ রান।
পাঠকের মতামত
স্বাধীন দেশের নাগরিক হিসেবে সে তার নিজের মতামত দিতেই পারে। এখানে জরিমানার কি আছে। বোর্ড যাতে বিব্রত না হয় তাদের কে সেভাবে কাজ করতে হবে।
এইটা একটা জরিমানা হলো