খেলা
বল হাতে কাজের ফল পেয়ে খুশি সাইফ
স্পোর্টস রিপোর্টার
১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
একা নাঈম শেখ একপ্রান্ত আগলে রাখলেন আর অন্যপ্রান্তে বাকিরা আসা-যাওয়ার মিছিলে! তাতে দলীয় রানের অর্ধেকের বেশি এলো নাঈমের ব্যাট থেকে। শেষ পর্যন্ত সেটা লড়াই করার জন্যও যথেষ্ট হলো না। বল হাতে চমক দেখিয়ে প্রাইম ব্যাংকের ব্যাটারদের দাঁড়াতেই দিলেন না সাইফ হাসান। এরপর সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমের ফিফটিতে অনায়াসে জয় পেলো লিজেন্ডস অফ রূপগঞ্জ। মূলত একজন ব্যাটার হলেও এদিন সাইফ ম্যাচসেরা হন বোলিং দিয়ে। ম্যাচ শেষে জানান এটা আলাদা অনুভূতি।
ঢাকা প্রিমিয়ার লীগের ম্যাচে গতকাল বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংকের বিপক্ষে লিজেন্ডস অফ রূপগঞ্জের জয় ৮ উইকেটে। ১৫৩ রানের লক্ষ্য ১৬০ বল বাকি থাকতেই টপকে যায় তারা। চার ম্যাচে রূপগঞ্জের এটি তৃতীয় জয়। সমান ম্যাচে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিংও জিতেছে তিনটি। শ্রেয়তর রান রেটে এক নম্বরে লিজেন্ডস। গতকাল সাইফ নেন ৪ উইকেট। ইরফান শুক্কুর, নাহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও রিশাদ হোসেন গতকাল তার শিকার হয়ে ফেরেন। বোলিং নিয়ে ম্যাচ শেষে সাইফ বলেন, ‘এটা অবশ্যই আলাদা অনুভূতি। যখন আপনি কিছু নিয়ে কাজ করবেন তার ফল পেলে অবশ্যই ভালো লাগবে। আমি যখনই বোলিংয়ে আসি উইকেট বের করার চেষ্টা থাকে।’ রান তাড়ায় কোনো চিন্তাই করতে হয়নি লিজেন্ডসকে। বল হাতে আলো ছড়ালেও রান তাড়ায় কিছু করতে পারেননি সাইফ। ৩৫ বলে ১৬ রান করে ফেরেন তিনি। তবে অন্যপ্রান্তে তামিম ঠিকই রানের চাকা সচল রাখেন। চলতি লীগে নিজের দ্বিতীয় ফিফটিতে ৬৮ রান করেন তানজিদ হাসান। ৪৯ বলের ইনিংসে ৭ চারের সঙ্গে ৫টি ছক্কা মারেন বাঁহাতি ওপেনার। তিনি ফিরলেও ম্যাচ শেষ করেন সৌম্য। ৫ চার ও ২ ছক্কায় ৪০ বলে ৫০ রান করেন অভিজ্ঞ ওপেনার। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রাইম ব্যাংক কোনোরকমে দেড়শ পার করে। যার ৮১ রানই নাঈম শেখের! ৮ ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌছাতে পারেননি। নাঈমের পর দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন শাহাদাত হোসেন দীপু। সাব্বির হোসেন, জাকির হাসান, শাহাদাত হোসেন, শামীম হোসেনরা কেউই উইকেটে দাড়াতে পারেননি। একপ্রান্তে অবিচল থেকে ২ চার, ৩ ছক্কায় ৫৭ বলে ফিফটি করেন নাঈম। রিশাদ হোসেনের সঙ্গে সপ্তম উইকেটে ইনিংসের সর্বোচ্চ ৪৩ রানের জুটি গড়েন তিনি। নবম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৪ চার ও ৫ ছক্কায় ৮৩ বলে ৮১ রান করেন নাঈম। অফ স্পিনে রূপগঞ্জের পক্ষে ৪ উইকেট নেন সাইফ হাসান। এছাড়া তানজিম হাসানের শিকার ৩টি। রাব্বির ৫ উইকেটে পারটেক্সের বিপক্ষে সহজ জয় আবাহনীর দিনের আরেক খেলায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পারটেক্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৮ উইকেটে জেতে আবাহনী। পারটেক্সকে মাত্র ১০০ রানে অলআউট করে ১৪.৩ ওভারে জিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। হার দিয়ে শুরু করা আবাহনী এ নিয়ে জিতলো টানা ৩ ম্যাচ। বাঁহাতি স্পিনে পারটেক্সের ব্যাটারদের দাঁড়াতে দেননি মাহফুজুর রহমান রাব্বি। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৯ ওভারে ২ মেডেনসহ ১৮ রানে ৫ উইকেট নেন তরুণ অলরাউন্ডার। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই তার প্রথম ৫ উইকেট।