বাংলারজমিন
রাজবাড়ীতে ফের পদ্মার পানি বৃদ্ধি, ক্ষতির মুখে চরাঞ্চলের চাষিরা
রাজবাড়ী প্রতিনিধি
৭ আগস্ট ২০২২, রবিবাররাজবাড়ীতে প্রতিদিনই পদ্মায় পানি বাড়ছে। পানি বাড়তে থাকায় পদ্মা নদীর বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের বাইরের নিম্নাঞ্চলে পানি বাড়তে শুরু করেছে। গত মাসের শেষ দিকে পানি কমতে থাকলেও চলতি মাসের শুরু থেকে পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলার দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে ২৫ সে.মি. পানি বেড়ে যা বিপদ সীমার ৮.১১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বাড়ার কারণে পদ্মার বেড়িবাঁধের নিচে বসবাসরত শত শত পরিবার তাদের ঘরবাড়ি, আবাদি জমি ও ফসল প্লাবিত হওয়ায় পড়েছেন মারাত্মক বেকায়দায়। চরাঞ্চলের এসব এলাকার মানুষের আঙ্গিনার চারপাশ এখন পানিতে তলিয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার কারণে পানিবন্দি হয়ে পড়েছে এসব এলকার জনবসতি। ইতিমধ্যে এসব এলাকায় গবাদিপশুর খাবার সংকট দেখা দেয়ার পাশাপাশি নানা ধরনের ফসল, সবজি ও আবাদি জমির ধান তলিয়ে চরম লোকসানে পড়ার আশঙ্কা করছেন চরাঞ্চলের কৃষকেরা।